ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের প্রথম জিআই নিবন্ধন সনদ পেল জামদানি

প্রকাশিত: ০৬:২২, ১৮ নভেম্বর ২০১৬

দেশের প্রথম জিআই নিবন্ধন সনদ পেল জামদানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পেল জামদানি। বৃহস্পতিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখারের হাতে এ নিবন্ধন সনদ তুলে দেন। বিসিকের আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদফতর (ডিপিডিটি) জামদানিকে এ নিবন্ধন দিল। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদফতরের রেজিস্ট্রার মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া ও বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার বক্তব্য রাখেন। শিল্পমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশের যে কয়টি পণ্য সুপরিচিত, এর অন্যতম জামদানি। এটি বাঙালীর ঐতিহ্যবাহী পণ্য মসলিনের পঞ্চম সংস্করণ। একে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের মাধ্যমে দেশীয় ঐতিহ্যগত সুরক্ষার পথে বাংলাদেশ একধাপ এগিয়ে গেল। পর্যায়ক্রমে জাতীয় মাছ ইলিশসহ অন্য ভৌগোলিক নির্দেশক পণ্যকেও নিবন্ধন দেয়া হবে। এর ফলে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি দেশীয় ঐতিহ্যগত সম্পদ সুরক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিদায়ী অর্থবছরে ৭ শতাংশেরও বেশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশ ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। এর মাধ্যমে বাংলাদেশ শীঘ্রই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বাঙালী জাতিকে ঐতিহ্যবাহী জাতি হিসেবে উল্লেখ করে এর সমৃদ্ধ সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যগত সম্পদের সুরক্ষায় সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। জামদানির পর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সম্প্রতি মৎস্য অধিদফতরের পক্ষ থেকে ডিপিডিটিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। বর্তমানে এটি প্রক্রিয়াধীন। খুব শীঘ্রই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ইলিশ মাছও জিআই নিবন্ধন লাভ করবে। এর আগে শিল্পমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হস্ত ও কারু শিল্পনীতিমালার ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
×