ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫টি ২০০০ রুপীর নোটের দাম দেড় লাখ রুপী!

প্রকাশিত: ০৬:২২, ১৮ নভেম্বর ২০১৬

৫টি ২০০০ রুপীর নোটের দাম দেড় লাখ রুপী!

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাঁচটি ২০০০ রুপীর নোটের মূল্য কত হতে পারে? নিশ্চয় ১০ হাজার রুপী। তবে এই নোটগুলো যদি হয় বিশেষ সিরিয়ালের নোট, তবে পাঁচটি ২০০০ রুপীর নোট দেড় লাখ রুপী দিয়েও কেনে মানুষ। ঠিক এমনটাই ঘটছে ভারতে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, ৫০০ ও ১০০০ রুপীর নোট রহিতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে ব্যাংকগুলোতে পাওয়া যাচ্ছে ২০০০ রুপীর নোট। তবে দীর্ঘ লাইনে না থেকে অনেকে ই-বে ইন্ডিয়া অনলাইন কোম্পানি থেকে পরিবর্তন করছেন রুপী। এ ক্ষেত্রে বেশি অর্থ গুনতে হচ্ছে গ্রাহকদের। তবে ধর্মীয় অর্থবহ বিশেষ সিরিয়ালের নোট নিতে অনেক বেশি রুপীই ব্যয় করছেন গ্রাহকেরা। এমনিতেই বেশি দামে নোট সরবরাহ করছে ই-বে ইন্ডিয়া। এখান থেকে একটি ২০০০ রুপীর নোট গ্রাহকেরা কিনছেন সাড়ে তিন হাজার রুপীতে। তবে যাঁদের কুসংস্কার আছে, তাঁরা গুনছেন আরও বেশি দাম। ৭৮৬ দিয়ে শুরু এমন সিরিয়ালের নোট পেতে বহু গুণ বেশি দাম দিচ্ছেন তাঁরা। ৭৮৬ সিরিয়ালে অন্তর্নিহিত অর্থ আছে বলে মনে করা হয়। আর তাই এই সিরিয়ালের পাঁচটি ২০০০ রুপীর নোটের দাম দেড় লাখ রুপী হেঁকেছে ই-বে ইন্ডিয়া। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানি বলছে, এটি একটি স্বাধীন সংস্থা। ই-বে ইন্ডিয়ার ডিলাররা সবাই স্বাধীনভাবে কাজ করেন।
×