ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেকেন্ড ওয়ার্ল্ড গ্রেইন ফোরামে যোগ দিতে খাদ্যমন্ত্রী রাশিয়া গেছেন

প্রকাশিত: ০৬:২০, ১৮ নভেম্বর ২০১৬

সেকেন্ড ওয়ার্ল্ড গ্রেইন ফোরামে যোগ দিতে খাদ্যমন্ত্রী রাশিয়া গেছেন

বিশেষ প্রতিনিধি ॥ বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কৃষিতেও বাংলাদেশের অবদান কম নয়। তাই খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান এখন অনেক উঁচুতে। যে কোন দেশে এ সংক্রান্ত পর্যালোচনা এবং কর্মকা-ে বাংলাদেশকে থাকার জন্য অনুরোধ জানানো হয়। বাংলাদেশের কাছ থেকে অভিজ্ঞতা নিতে চায় বিভিন্ন দেশ। সে লক্ষ্যে রাশিয়ার কৃষিমন্ত্রীর আমন্ত্রণে দেশটির সোচিতে ‘সেকেন্ড ওয়ার্ল্ড গ্রেইন ফোরাম-২০১৬’তে অংশগ্রহণ করতে বুধবার রাতে ঢাকা ত্যাগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাশিয়ার সোচিতে এই কর্মসূচীতে আমন্ত্রণ পাওয়ার পর খাদ্যমন্ত্রী মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি টিম পাঠানোর উদ্যোগ নেন। কিন্তু রাশিয়া থেকে আবারও আমন্ত্রণ জানানো হয় খাদ্যমন্ত্রীকে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে। সে লক্ষ্যে সোচির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন। সূত্র জানায়, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যে কারণে বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিভিন্ন দেশ। তাই রাশিয়া মন্ত্রীকে অংশ নেয়ার জন্য অনুরোধ জানায়। বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে খাদ্য বা কৃষিমন্ত্রীসহ ডেলিগেশন টিম, আন্তর্জাতিক সংগঠনসমূহের প্রধান, বিজ্ঞানী ও বিশেষজ্ঞসহ প্রায় ২৫০০ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
×