ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাঁওতালদের ধান কাটতে দেয়ার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:৩৫, ১৮ নভেম্বর ২০১৬

সাঁওতালদের ধান কাটতে দেয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বপন করা ধান তাদের কাটতে সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাদের চলাচল নির্বিঘœ করতেও বলা হয়েছে। সম্পদের তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্ট থেকে দেয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন দুদকের আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে করা পৃথক দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের একসঙ্গে শুনানি হবে ২৭ নবেম্বর। কুষ্টিয়ার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) কর্তৃক ঘোষিত কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, বাতিল বা স্থগিত চেয়ে আইনী নোটিস পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক। সাঁওতালদের বপন করা ধান তাদের কাটতে দেয়ার সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাদের চলাচল নির্বিঘœ করতেও বলা হয়েছে। বৃৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদেশের কথা নিশ্চিত করেছেন রিটের পক্ষের আইনজীবী জেড আই খান পান্না। আদালত তার নির্দেশনায় আরও বলেছে, সাঁওতালরা ধান কাটতে যদি সমস্যার সম্মুখীন হয় তবে চিনিকল কর্তৃপক্ষকে ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে সাঁওতালদের ওপর পুলিশের গুলি চালানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাইকোর্ট। সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন, জেড আই খান পান্না। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এবার সাঁওতালদের পক্ষে মামলা- আসামি অজ্ঞাত ৬শ’ ॥ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৬শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেছে মাদারপুর গ্রামের ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে স্বপন মুরমু। বুধবার রাত সাড়ে এগারোটায় তিনি এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই থানা পুলিশ অভিযানে নামে এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ৫ জনকে আটক করে। আটককৃতরা হলো, উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের আব্দুল রশিদ, শাহনেওয়াজ, বাদশা, চয়ন মিয়া ও সাগর মিয়া।
×