ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উবাচ ॥ ক্ষমতায় আসতেছি-

প্রকাশিত: ০৫:৩১, ১৮ নভেম্বর ২০১৬

উবাচ ॥ ক্ষমতায় আসতেছি-

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ক্ষমতা পাগল এক নেতা দুদু যার নাম তিনি বলছেন খুব কম সময়ের মধ্যে তার দল ক্ষমতায় আসছে। তবে সেই সময় কত কম তা আপাতত বলেননি তিনি। এমনকি নির্বাচন ছাড়া তার দল কোন কায়দায় ক্ষমতায় আসবে তাও খোলসা করেননি দুদু। তিনি শুধু বলেছেন ক্ষমতা আর ক্ষমতা। প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় দুদু বলেন, ‘আমি একটা কথা আজ বলে যেতে চাই, আমার ধারণা বিএনপি খুব কম সময়ের মাধ্যমে ক্ষমতায় আসবে। আন্দোলন ও নির্বাচন সম্পর্কে আমি বলতে পারব না, তবে খুব শীঘ্রই ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসবেই।’ অবৈধভবে সেনা ছাউনিতে বিএনপির জন্ম হয়। রক্ত মাড়িয়ে ক্ষমতা দখল করে স্বৈরাচার। দুদুর কথার আভাস কি। নির্বাচন সম্পর্কে কিছু না জানলে আন্দোলন সম্পর্কে অবগত না হলে ক্ষমতায় বসে পড়ছেন এ কথা জানলেন কি করে! নাকি এসব ফাঁকা বুলি, আওড়াইতেই ভাল লগে। অপেক্ষায় আছি স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, যারা আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, সাজা খাটিয়েছে, তাদের শাস্তি দেখার অপেক্ষায় আছি। বুধবার দুপুরে তিন দিনের সফরে রংপুরে পৌঁছে নিজ বাসভবন ‘পল্লী নিবাসে’ সাংবাদিকদের এ কথা বলেন এরশাদ। জাপা চেয়ারম্যান বলেন, ‘মামলা দিয়েছে বিএনপি। এ মামলায় আমার কিছু হবে না। এই মামলা হিংসাত্মক এবং হয়রানি করার জন্য দিয়েছিল। কোন কোন মামলায় শাস্তি হয়েছে, শাস্তি খেটেছি। এখন শাস্তি খাটার দিন শেষ। অপেক্ষায় আছি যারা আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা কবে হবে, শাস্তি কবে হবে। এরশাদের দাবি অনুযায়ী তিনি একজন ভাল মানুষ। তার বিরুদ্ধে মামলা দেয়াটা অন্যায়। সুতরং অন্যায়কারীর বিচারও হবে। আর এরশাদের অপেক্ষার প্রহর শেষ হবে। উন্নয়ন দর্শন স্টাফ রিপোর্টার ॥ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চোখেও বর্তমান সরকারের উন্নয়নের চিত্র ধরা পড়েছে। তিনি মনে করছেন লন্ডনে গিয়ে চোখের ছানি অপারেশনের পর সাবেক বিরোধীদলীয় নেত্রীর চোখের অবস্থা এখন বেশ ভাল। নৌ-পরিবহনমন্ত্রী বলেন, আগে খালেদা জিয়ার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চোখে পড়ত না। পরে লন্ডনে গিয়ে চোখের ছানি কাটার পর এখন বলছেন, সরকারকে টেকসই উন্নয়ন করতে হবে। এ কথা দ্বারা প্রমাণিত হয়, খালেদা জিয়াও সরকারের উন্নয়নের কথা স্বীকার করছেন। মন্ত্রী আরও বলেন, ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌ রুট কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাট সরিয়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুট চালু করা হবে। ফলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশ কমে যাবে।
×