ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুলশানে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৩, ১৭ নভেম্বর ২০১৬

গুলশানে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের একটি বাসার রান্নাঘরে গ্যাস লিকেজে অগ্নিদগ্ধ ৩ গৃহকর্মীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বেদনা (২০) নামে ওই গৃহকর্মী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, বেদনার দেহের প্রায় ৯০ শতাংশই আগুনে পুড়ে গিয়েছিল। এছাড়া সোমবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শারমিন ওরফে শরিফা (১৮) নামে গৃহকর্মীও মারা গেছে। বেদনা ময়মনসিংহের ধোবাউড়ার শ্রীপুর গ্রামের শহিদ মিয়ার স্ত্রী। দু’মাস আগে বেদনা ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগদান করেছিল। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বেদনার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে রাজধানীর গুলশান ২-এ ৭৩ নম্বর রোডের ২ নম্বর বাসার দ্বিতীয় তলার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে তিন গৃহকর্মী দগ্ধ হয়। দগ্ধরা হলেনÑ পারভিন আক্তার, শারমিন ওরফে শরিফা এবং বেদনা। এদের মধ্যে শরিফা ও বেদনার মৃত্যু হয়েছে।
×