ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নোবেল পুরস্কার নিতে যাবেন না বব ডিলান

প্রকাশিত: ০৮:১১, ১৭ নভেম্বর ২০১৬

নোবেল পুরস্কার নিতে যাবেন না বব ডিলান

জনকণ্ঠ ডেস্ক ॥ নোবেল পুরস্কার নিয়ে নতুন নাটকীয়তার জন্ম দিলেন বব ডিলান। এবার সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার ঘোষণা শুনে আমেরিকান এই গীতিকবির নীরবতায় প্রত্যাখ্যানের গুঞ্জন ডালপালা মেলেছিল। ১৪ দিন পর গত ২৯ অক্টোবর তিনি নোবেল কমিটিকে টেলিফোন করে পুরস্কার গ্রহণের কথা জানালে সেই গুঞ্জনের অবসান ঘটে। কিন্তু এখন তিনি রয়্যাল সুইডিশ একাডেমিতে চিঠি পাঠিয়ে পুরস্কার নিতে অসামর্থ্যরে কথা জানিয়েছেন বলে বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। ‘ব্যক্তিগত’ ওই চিঠিতে তিনি আগামী মাসে সুইডেন না যাওয়ার কারণ হিসেবে ‘পূর্ব প্রতিশ্রুত একটি অনুষ্ঠানের’ কথা উল্লেখ করেছেন বলে নোবেল কমিটি জানিয়েছে। তবে তিনি পুরস্কার প্রত্যাখ্যান করছেন না বলে নোবেল কমিটিকে আশ্বস্ত করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, এই পুরস্কারের জন্য মনোনীত হয়ে তিনি সম্মানিত বোধ করছেন।
×