ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে মন্দিরে হামলা॥ পুলিশসহ আহত ১০

প্রকাশিত: ০৭:৫১, ১৭ নভেম্বর ২০১৬

ঝালকাঠিতে মন্দিরে হামলা॥ পুলিশসহ আহত ১০

বিডিনিউজ ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক সন্ত্রাস নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে ঝালকাঠি শহরে একটি মন্দিরে হামলা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় জেলা শহরে কালীবাড়ি মন্দিরে একদল ব্যক্তির এই হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানায়। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম বলেন, রাতে মন্দিরে কার্তিক পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ২০ জন ইট নিক্ষেপ করতে শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করেও ইট ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। কী কারণে এই হামলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক প্রণব কুমার বলেন, মন্দিরের পাশের দোকান মালিকদের সঙ্গে একটি মামলা চলছে, এ কারণে তারা এই হামলা চালাতে পারে।
×