ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইসিসি থেকে সরে দাঁড়াল রাশিয়া

প্রকাশিত: ০৭:২৬, ১৭ নভেম্বর ২০১৬

আইসিসি থেকে সরে দাঁড়াল রাশিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। সদস্যপদ প্রত্যাহারের কারণ হিসেবে মস্কো বলেছে, এই আদালত আন্তর্জাতিক সম্প্রদায়ের আশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। খবর এএফপির। ২০০০ সালে আইসিসির প্রতিষ্ঠাকালে রোম স্ট্যাটিউটে (রোম সংবিধি) স্বাক্ষরকারী দেশ ছিল রাশিয়া। কিন্তু কখনই দেশটি এই চুক্তি অনুমোদন করেনি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইসিসি আন্তর্জাতিক সম্প্রদায়ের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানটি প্রকৃত অর্থে স্বাধীন নয়। আইসিসি বরাবরই একপেশে ও অদক্ষতার পরিচয় দিয়ে আসছে। বুধবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ সংক্রান্ত আদেশে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। পাশাপাশি বলা হয়, রুশ সরকার জাতিসংঘ মহাসচিবকে এই সিদ্ধান্ত অবহিত করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, আইসিসি থেকে আমরা আমাদের সদস্যপদ ও বাধ্যবাধকতা তুলে নিচ্ছি।
×