ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ড ক্রিকেটে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ নভেম্বর ২০১৬

নিউজিল্যান্ড ক্রিকেটে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড ক্রিকেটে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেমে জায়গা করে নেয়া ডেবি হকলি। কিউই ক্রিকেটের ১২২ বছরের ইতিহাসে এই প্রথম কোন নারী সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। ক্যান্টাবিউরি ক্রিকেট থেকে হকলিকে মনোনয়ন দেয়া হয়েছিল। বুধবার ক্রাইস্টচার্চে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় তিন বছরের জন্য হকলিকে নিয়োগ দেয়া হয়েছে। ৫৪ বছর বয়সী হকলি সভাপতি পদে স্টিফেন বুকের স্থলাভিষিক্ত হয়েছেন। ২১ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে হকলি ১৯টি টেস্ট ও ১১৮টি ওয়ানডেতে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন। দুটি ফর্মেট মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ৫ হাজারেরও বেশি রান। ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয়বারের মতো ‘ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা ক্লাব। আগামী ২৪ নবেম্বর থেকে ২৭ তারিখ পর্যন্ত নকআউট পদ্ধতিতে ঢাকা ক্লাব ও জাতীয় টেনিস কোর্টে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলাদেশের ৬৪টি জেলার জেলা প্রশাসক/সভাপতি ডিএসএ/ টেনিস ক্লাবসমূহ বরাবর আমন্ত্রণ জানিয়ে পত্র পাঠানো হয় এবং দেশের ২৭টি টেনিস ক্লাব থেকে মোট ১৭০ জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সাড়া দিয়েছেন। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৫০ হাজার টাকা প্রদান করবে আয়োজক কর্তৃপক্ষ।
×