ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) সময় পরিবর্তন ॥ দুপুরের খেলা প্রতিদিন ১টায়, সন্ধ্যার খেলা পৌনে ৬টায় ॥ শুক্রবার দুপুরের খেলা দেড়টায়, সন্ধ্যার খেলা সোয়া ৬টায়

ঢাকা-চিটাগাং ও রংপুর-বরিশাল লড়াই আজ

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ নভেম্বর ২০১৬

ঢাকা-চিটাগাং ও রংপুর-বরিশাল লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম পর্বের শুরুর দিনই স্বাগতিক চিটাগাং ভাইকিংসের ম্যাচ রয়েছে। দলটি ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে। ম্যাচটি দুপুর ১টায় শুরু হবে। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পর্বের সব ম্যাচ একই স্টেডিয়ামে হবে। একইদিন সন্ধ্যা পৌনে ৬টায় রংপুর রাইডার্স ও বরিশাল বুলস লড়াই করবে। আজ থেকে নতুন সময়ে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সূচী আগে যা ছিল তাই থাকবে। শুধু সময়টা পরিবর্তন করা হয়েছে। খেলার সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী দুপুরের খেলা ২টার পরিবর্তে ১টায় শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সন্ধ্যার ম্যাচ ৭টার পরিবর্তে পৌনে ৬টায় শুরু হবে। শুধু শুক্রবার দুপুরের খেলা আড়াইটার পরিবর্তে শুরু হবে দেড়টায়। আর সন্ধ্যার ম্যাচ সোয়া ছয়টায় শুরু হবে। চট্টগ্রাম পর্বে মোট ১১টি ম্যাচ হবে। এরমধ্যে স্বাগতিক দল চিটাগাং ভাইকিংসই শুধু চারটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। বাকি সবকটি দল চট্টগ্রামে ৩টি করে ম্যাচ খেলবে। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২২ নবেম্বর। চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেরদিন আবার ‘ফিরতি লেগ’ও শুরু হয়ে যাবে। আজ যে চারটি দল খেলতে নামবে, দলগুলোর মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ঢাকা ডায়নামাইটস। দলটি ৪ ম্যাচ খেলে ৩ ম্যাচে জিতেছে। রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে। ঢাকার প্রতিপক্ষ দলটি চিটাগাং। দলটির পয়েন্ট খুব বেশি তরতাজা নয়। ৪ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিততে পেরেছে। ২ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে আছে। খুবই খারাপ অবস্থা। এখন এ অবস্থা থেকে ‘হোম ভেন্যু’তে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে চিটাগাং? সেই প্রশ্নই সবার মুখে মুখে। গত আসরেও ভাল দল হয়ে চিটাগাং খুব বেশিদূর এগিয়ে যেতে পারেনি। শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার মতো দল থাকলেও লীগ পর্বের গ-ি অতিক্রম করতে পারেনি। এবারও দলটির অবস্থা খুবই খারাপ। চট্টগ্রামে এখন তাদের ভাগ্য বদল হয় কিনা, সেটিই দেখার বিষয়। ঢাকা ডায়নামাইটস এবার যে কোন দলের চেয়ে বেশি শক্তিশালী। দলটি সেই নজির রাখছেও। গত আসরেও দলটি এলিমিনেটর ম্যাচ খেলেছে। এবার শিরোপার পেছনেই যে ছুটছে, তা বোঝাই যাচ্ছে। দলটি রাজশাহী কিংসের বিপক্ষে ছাড়া আর কোন ম্যাচেই হারেনি। চিটাগাং যেখানে প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার তলানিতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানোর পর আর কোন ম্যাচেই জিততে পারেনি। টানা তিন ম্যাচে হেরেছে। ঢাকা তিন ম্যাচে জিতেছে। আজ তাই সাকিবের ঢাকা নিজেদের আরও এগিয়ে নিতে নামবে। আর তামিমের চিটাগাং হারের গোলকধাঁধা থেকে নিজেদের মুক্ত করতে নামবে। ঢাকার মতো বরিশাল বুলসও দুর্দান্ত খেলছে। অধিনায়ক মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফীসতো দুর্বার ব্যাটিং করছেন। এ দলটিও ৩ ম্যাচ জয়ে ৬ পয়েন্ট পেয়েছে। শুধু ঢাকা থেকে রানরেটে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে। দলটি শুধু ঢাকার কাছে হেরেছে। টানা তিন ম্যাচে জিতেছে। দলটি আজ রংপুরের বিপক্ষে লড়াই করবে। রংপুর দলটিও ভাল করছে। দলটিকে শুরুতে শক্তিশালী দলের মধ্যে রাখাই হয়নি। অথচ এ দলটিই কিনা ৩ ম্যাচ খেলে ২টিতেই জয় তুলে নিয়েছে। শক্তিশালী দল ঢাকার কাছে পাত্তাই পায়নি রংপুর। এছাড়া চিটাগাং ও খুলনাকে পাত্তাই দেয়নি। আজ বরিশাল ও রংপুর, দুই দলের সামনেই পরীক্ষা। বরিশাল টানা চার জয় তুলে নেয়, না রংপুর জয়ের ধারায় ফিরে; সেদিকেই নজর থাকছে। বরাবরের মতোই বিপিএল এবারও ঢাকা, চট্টগ্রাম, ঢাকা; তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় হওয়া প্রথম পর্ব শেষে আজ চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার পালা। টুর্নামেন্টে মোট ৪৬টি ম্যাচের মধ্যে ঢাকায় ১৩টি ম্যাচ হয়েছে। এবার চট্টগ্রামে ১১টি ম্যাচ হবে। এরপর ঢাকায় বাকি সব ম্যাচ (২২টি ম্যাচ) হবে। লীগ পর্ব শেষ হবে ৪ ডিসেম্বর। একদিন বিরতি দিয়ে ৬ ডিসেম্বর এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, পরেরদিন দ্বিতীয় কোয়ালিফায়ার ও ৯ ডিসেম্বর ফাইনাল ম্যাচটিও ঢাকায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পর্বে খেলতে নামার আগে ৬ পয়েন্ট নিয়ে ঢাকা ডায়নামাইটস আছে পয়েন্ট তালিকার শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে রানরেটে ঢাকার (+১.৬৫৭ রানরেট) চেয়ে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে বরিশাল বুলস (Ñ০.১২৭ রানরেট) ও তৃতীয় স্থানে খুলনা টাইটান্স (Ñ০.৭০৯ রানরেট) রয়েছে। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রংপুর রাইডার্স। ২ পয়েন্ট করে নিয়ে রানরেটের ব্যবধানে রাজশাহী কিংস (+০.১৪০) ও চিটাগাং ভাইকিংস (-০.২৪২) যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন পর্যন্ত কোন পয়েন্টই পায়নি। আর তাই সবার নিচে তাদের অবস্থান। চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়াতে চায় মাশরাফির দল কুমিল্লা। ঢাকা পর্বে শেষ ম্যাচটি খেলে কুমিল্লা। ঢাকার সঙ্গে পাত্তাই পায়নি। মোট চার ম্যাচ খেলে কোন দলের বিপক্ষেই পাত্তা পায়নি কুমিল্লা। মাশরাফি তাই চট্টগ্রাম পর্বের আশায় আছেন। বলেছেন, ‘এখনও হাতে ৮টি ম্যাচ রয়েছে। চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’ সেই চেষ্টায় এখন সফল হলেই হয় কুমিল্লার। নয়তো বিদায় ঘণ্টার অশনি সঙ্কেত চট্টগ্রাম পর্বেই মিলে যেতে পারে। কুমিল্লা অবশ্য রংপুরের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে। সেই ম্যাচের দিকে সবার দৃষ্টি থাকবে। তবে চিটাগাংও যেহেতু খুব ভাল অবস্থানে নেই এবং হোম ভেন্যুতে খেলবে তাই চিটাগাংয়ের দিকেই আজ সবার নজর থাকবে। শক্তিশালী ঢাকাকে কি হারাতে পারবে চিটাগাং? সেই প্রশ্নই সবার মুখে মুখে। এ ম্যাচটি দিয়েই আজ ৬ দিনের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে।
×