ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ নভেম্বর ২০১৬

ইন্টারন্যাশনাল জুনিয়র  টেনিস

স্পোর্টস রিপোর্টার ॥ রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে চলমান ‘ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে’ বুধবার বালিকা এককে চীনের ইউজিআও চি কোরিয়ার চাও হুয়ান সিমকে, ভারতের ঋষিকৃষ্ণা আয়নাপ্পা জাপানের রিও ওয়াটানবিকে, চীনের জিং ইয়াং ভারতের হার্শা সাই চাওলাকে, ভারতের তানিশা কাশইয়াপ কোরিয়ার জি মিন পার্ককে, চীনের ইয়াওয়ি হু ভারতের মুসকান গুপ্তাকে, ভারতের করন শ্রীবাস্তব চীনের বুয়া চেনকে, ভারতের সিদ্ধার্থ ঠাকরান কোরিয়ার কি বাম কিমকে, ভারতের জুন চানাথিমিয়া হোনাপ্পা কোরিয়ার ওনসিওক লিকে, যুক্তরাষ্ট্রের অর্জুন মারিয়াপ্পা মালয়েশিয়ার ইউগানতাসার গানেসানকে, ভারতের মৃত্যুঞ্জয় বাদোলা চাইনার সাও ইং ওয়াংকে এবং যুক্তরাষ্ট্রের নিকিত রেডি ভারতের অচিন্ত্য ভগতকে হারিয়ে পরবর্তী পর্বে উন্নীত হয়।
×