ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এএইচএফ কাপ হকি, চার বছর পর আবার অধিনায়ক জিমি

শিরোপাস্বপ্ন নিয়ে বাংলাদেশ দলের হংকং যাত্রা

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ নভেম্বর ২০১৬

শিরোপাস্বপ্ন নিয়ে বাংলাদেশ দলের হংকং যাত্রা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমাদের লক্ষ্য এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। দলে আছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল। আশাকরি আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছুতে পারব। যদি তা না পারি, তাহলে ধরে নেব আমি ভাল কোচ নই।’ কথাগুলো অলিভার কার্টজের, বাংলাদেশ জাতীয় হকি দলের জার্মান কোচ। নানামুখী তৎপরতার পর অবশেষে কেটেছে ভিসা জটিলতা। বুধবার দিবাগত রাতে ১২টা ৫০ মিনিটে হংকংয়ের উদ্দেশে বিমানে চেপেছে জিমি-চয়ন-আশরাফুলরা। ‘জার্মান কোচিং প্যাকেজ’ আর শিরোপা জেতার দৃঢ়প্রত্যয় নিয়ে আগামী ১৯-২৭ নবেম্বর হংকংয়ে অনুষ্ঠিতব্য ‘এএইচএফ কাপ হকি প্রতিযোগিতা’র পঞ্চম আসর খেলতে গেছে বাংলাদেশ জাতীয় হকি দল। এই আসরের শীর্ষ দল খেলবে এশিয়া কাপ হকির মূলপর্বে। এ আসরে ২০০৮ এবং সর্বশেষ আসর ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এ আসরে অংশ নেয়া উপলক্ষে বাংলাদেশ হকি দল জার্মানিতে একমাসের কন্ডিশনিং ক্যাম্প করে। সে সময় পোল্যান্ড এবং অস্ট্রিয়ার বিপক্ষে ৮টি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ (ড্র ৫, হার ৩ ম্যাচে)। তারপর দেশে ফিরে সাভারের বিকেএসপিতে কয়েকদিন অনুশীলনের পর বুধবার রাতে হংকংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করে হকি দল। যদিও এর আগেই হংকং যাওয়ার কথা ছিল জাতীয় হকি দলের। কিন্তু ভিসা জটিলতায় যাওয়া পিছিয়ে যায়। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। আরও আছে ম্যাকাও, চাইনিজ তাইপে ও স্বাগতিক হংকং। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও উজবেকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ নবেম্বর স্বাগতিক হংকংয়ের বিপক্ষে। ২১ নবেম্বর চাইনিজ তাইপে এবং ২৩ নবেম্বর শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ ম্যাকাও। দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে। সর্বশেষ ২০১২ সালে জাতীয় দলের অধিনায়ক ছিলেন জিমি। বাহফে তার ওপরেই আস্থা রেখেছে এবার। হংকং যাবার আগে জিমির মন্তব্য, ‘অধিনায়ক হিসেবে আমার ওপর আস্থা রাখায় হকি ফেডারেশনের কাছে আমি কৃতজ্ঞ। আমি আপ্রাণ চেষ্টা করব তাদের এই আস্থার যোগ্য প্রতিদান দিতে।’ দেশসেরা এই ফরোয়ার্ড আরও বলেন, ‘আগে যে কোন টুর্নামেন্ট খেলতে যাবার আগে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার ঘাটতি থাকত। এবার সেটা নেই। আটটি প্রস্তুতি ম্যাচ খেলে আমরা নিজেদের ভুলত্রুটিগুলো শুধরে নিয়েছি। আমাদের রিজার্ভ বেঞ্চ এবার খুব শক্তিশালী বলে মনে হয়েছে।’ নিজেদের র‌্যাঙ্কিংয়ের উত্তরণ প্রসঙ্গে জিমি বলেন, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে আমাদের র‌্যাঙ্কিংয়ের উন্নতি হবে। ফলে আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দেশগুলো আমাদের সঙ্গে হকি সিরিজ ম্যাচ খেলতে আগ্রহী হবে, যেটা অতীতে এবং এখন হয়নি।’ পেনাল্টি কর্নার (পিসি) হচ্ছে হকি খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পিসি থেকে গোল হবার সম্ভাবনা প্রবল থাকে। পিসি প্রসঙ্গে জিমির ভাষ্য, ‘নতুন হিসেবে আশরাফুল খুবই ভাল করছে পিসিতে। তবে চয়ন সম্প্রতি দলে যোগ দিয়েছে। ম্যাচে দু’জনই পালাক্রমে পিসি মারবেন।’ ভাল ফলের লক্ষ্যে জাতীয় হকি দলের সবধরনের চাহিদা পূরণের চেষ্টা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। অন্যবারের চেয়ে এবারের জাতীয় হকি দলগঠন করা হয় সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে। প্লেয়ার সিলেকশনে এবার ছিল ভোটাভুটি। হংকংয়ে অনুষ্ঠিতব্য এই আসরে সফল হতে যুগান্তকারী পদক্ষেপ নেয় বাহফে। ১৯৭২ সাল থেকে যাত্রা শুরু করার পর এ পর্যন্ত তারা কোচিং প্যানেল নিয়ে যা করেনি, এবার সেটাই করে তারা। সম্পূর্ণ কোচিং স্টাফই হচ্ছেন জার্মানি থেকে। এএইচএফ কাপ হকির জন্য হকি ফেডারেশন যে ১৮ সদস্যের দল ঘোষণা করে তাতে দলে ফেরেন মামুনুর রহমান চয়ন ও কামরুজ্জামান রানা। এ দু’জন গত এসএ গেমসে দলে ছিলেন না। এসএ গেমসের দলে দুটি পরিবর্তন এনে তৈরি করা হয়েছে এএইচএফ কাপের দল। ওই দল থেকে বাদ পড়েছেন ফজলে হোসেন রাব্বি ও সাব্বির হোসেন। বাংলাদেশ দল ॥ অসীম গোপ, জাহিদ হোসেন, মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম, ইমরান হাসান পিন্টু, কামরুজ্জামান রানা, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ শিটুল, খোরশেদুর রহমান, তাপস বর্মন, সারোয়ার হোসেন, হাসান জুবায়ের নিলয়, রুম্মন সরকার, মাইনুল ইসলাম কৌশিক, পুস্কর ক্ষিসা মিমো, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন ও কৃষ্ণকুমার দাস।
×