ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাঁওতালপল্লীতে হত্যার প্রতিবাদে পানছড়িতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৩, ১৭ নভেম্বর ২০১৬

সাঁওতালপল্লীতে হত্যার প্রতিবাদে পানছড়িতে মানববন্ধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, হত্যা ও ভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদে পানছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পানছড়ি সাঁওতাল উন্নয়ন সংসদ ও সাঁওতাল স্টুডেন্টস ফোরাম। বুধবার সকাল সাড়ে ১০টায় পানছড়ি উপজেলা সদরের বঙ্গবন্ধু স্কোয়ারে অনুষ্ঠিত কর্মসূচীতে সাঁওতাল নারী-পুরুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। মিন্টু সাঁওতালের সভাপতিত্বে সম্পন্ন বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাঁওতাল স্টুডেন্টস ফোরামের সভাপতি মানিক সাঁওতাল, মিলন সাঁওতাল, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) জেলা সভাপতি প্রীতিময় চাকমা, পানছড়ি ভূমি রক্ষা কমিটির সভাপতি ও লোগাং ইউপি চেয়ারম্যান প্রতুত্তর চাকমা প্রমুখ।
×