ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় নতুন ধানে কর্মমুখর চালকল

প্রকাশিত: ০৬:৩০, ১৭ নভেম্বর ২০১৬

নওগাঁয় নতুন ধানে কর্মমুখর চালকল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ নবেম্বর ॥ দেশের অন্যতম বৃহৎ খাদ্যভা-ার খ্যাত নওগাঁ জেলায় চলতি মৌসুমে রোপা আমন ধান কাটা ও মাড়াই কাজ চলছে পুরোদমে। হাট বাজারে এখন বিপুল পরিমাণে নতুন আমন ধান উঠেছে। কয়েক মাস আগে ধানের অভাবে বন্ধ হয়ে যাওয়া বয়লার চাতাল কলগুলো আবারও সচল হয়ে উঠেছে। বন্ধ থাকা চাতাল কলের বেকার শ্রমিকরা আবার কর্মব্যস্ত হয়ে পড়েছেন। চাতালে চাতালে এখন ধান শুকানোর কাজে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন নারী-পুরুষ শ্রমিকরা। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ধানের অভাবে যে চাতাল কলগুলো বন্ধ হয়ে পড়েছিল, সে চাতাল কলগুলো এখন কর্মমুখর হয়ে উঠেছে। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর এ এলাকায় আমন ধানের ফলন ভাল হওয়ায় চাতাল কলগুলোতে ধানের সরবরাহ হচ্ছে পর্যাপ্ত। মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় লাইন্সেসপ্রাপ্ত ৩শ’ ৩৬টি চাতাল কল ও ১৮ অটো রাইসমিল রয়েছে। এসব অটো এবং চাতালকলে প্রায় ১২ হাজার নারী-পুরুষ কাজ করেন। এসব চালকল নতুন ধান উঠার পর পুরোদমে চালু হওয়ায় শ্রমিকদের ব্যস্ততা ও আয় দুটোই বেড়েছে। এ ব্যাপারে মহাদেবপুর চালকল মালিক গ্রুপ সভাপতি আব্দুর রাজ্জাক জানান, এবার এ উপজেলায় রোপা আমন ধানের ভাল ফলন হয়েছে। ইতোমধ্যেই এ উপজেলার অটো এবং চাতাল চালকলগুলো পুরোদমে উৎপাদন শুরু করেছে। অন্যান্য বছরের মতো এবারও মহাদেবপুরে উৎপাদিত চাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা সম্ভব বলে আশা প্রকাশ করেন ওই চালকল গ্রুপের নেতা।
×