ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথ ভার্সিটিতে কর্মশালা

প্রকাশিত: ০৬:৩০, ১৭ নভেম্বর ২০১৬

নর্থ সাউথ ভার্সিটিতে কর্মশালা

বায়োইনফরমেটিক্স (জীবতথ্য) নিয়ে কর্মশালা হয়ে গেল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। ১১ ও ১২ নবেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুজীববিজ্ঞান, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এবং গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় ইলেকট্রিক্যাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ এ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ ১৫টি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান এতে অংশ নেন। কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্র্রনিক ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, আনবিক মেডিসিন ও জীবতথ্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ও উদ্ভিদ প্রজননসহ ১০টি বিশেষ ক্ষেত্র থেকে প্রায় ১০০ জন এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, হেল্থ এ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান এবং ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন ড. সিরাজুল ইসলাম। -বিজ্ঞপ্তি
×