ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিবপুরে অচল মিল্কভিটা কারখানা ॥ নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্র

প্রকাশিত: ০৬:২৮, ১৭ নভেম্বর ২০১৬

শিবপুরে অচল মিল্কভিটা  কারখানা ॥ নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্র

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৬ নবেম্বর ॥ শিবপুরে কোটি কোটি টাকা খরচ করে মিল্কভিটার দুধ প্রক্রিয়াজাত করতে স্থাপিত কারখানাটি এখন অচল অবস্থায় পড়ে থেকে যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। ২০০৬ সালে উক্ত কারখানাটি উদ্বোধন করার পর ২০০৮ সালের শেষের দিকে রহস্যজনক কারণে বন্ধ করে দেয়া হয়। ক্ষমতা ছেড়ে যাবার কয়েক মাস আগে শিবপুরে ১০১ শতাংশ জমির উপরে মিল্কভিটার প্রক্রিয়াজাত কারখানাটি উদ্বোধন করেন বিএনপির সাবেক মহাসচিব ও তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভুইয়া। সিরাজগঞ্জের বাঘাবাড়ি আর ঢাকার পর এটি মিল্কভিটার তৃতীয় কারখানা। এলাকায় সমিতির মাধ্যমে গরুর খামার গড়ে তোলা হলেও রহস্যজনক কারণে কারখানাটিকে অলাভজনক দেখিয়ে তা বন্ধ করে দেয়া হয়। কারখানাটি গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। কোন রকম যাচাই বাছাই না করেই শুধু মাত্র রাজনৈতিক উদ্দেশেই বিএনপি সরকারের সময় শিবপুরে এ কারখানাটি স্থাপন করা হয়। কারখানাটি করার সময় এলাকায় মিল্কভিটার পক্ষ থেকে গাভী ঋণের জন্য টাকা দেয়া হয়। যার বেশির ভাগ এখনও পরিশোধ হয়নি। এলাকাবাসীর অভিযোগ প্রকৃত কৃষক তখন এ গাভী ঋণ পায়নি। যারা পেয়েছে তারা দুধসরবরাহ করে ঋণ পরিশোধ করত চায়। কৃষকরা বলছে কারখাটি চালু হলে দুধ সরবরাহের মাধ্যমে তারা ঋণ মুক্ত হতে পারবে।
×