ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে এক মাদ্রাসায় দুই অধ্যক্ষ

প্রকাশিত: ০৬:২৮, ১৭ নভেম্বর ২০১৬

পার্বতীপুরে এক মাদ্রাসায় দুই অধ্যক্ষ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৬ নবেম্বর ॥ মনমথপুর ইবিএসই আলিম মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পরিবেশিত না হওয়ায় এবং অন্যান্য কারণে ম্যানেজিং কমিটি ৯ নবেম্বর প্রতিষ্ঠানের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেছে। তবে তিনি চিঠি না নিয়ে এখনও চেয়ারে বসে আছেন। কার্যত এ প্রতিষ্ঠানে এখন অধ্যক্ষ দুইজন। দলাদলি কোন্দলে মাদ্রাসায় লেখাপড়ার পরিবেশ নেই। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থীর একজনও পাস করেনি। প্রতিষ্ঠানের দুর্বল ম্যানেজমেন্টে ছাত্রছাত্রীর সংখ্যা প্রতিনিয়ত কমছে। শিক্ষকদের মধ্যে গ্রুপিং। কেউ কারও কথা শোনেন না। তারা নিজের খেয়াল-খুশিমতো মাদ্রাসায় আসেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চালু রাখার নিয়ম থাকলেও তার আগেই ছুটির ঘণ্টা বাজে। বুধবার সাড়ে ১২টায় বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকরা মাদ্রাসায় গিয়ে অচল অবস্থা প্রত্যক্ষ করেন। অধ্যক্ষের কক্ষে দুটি চেয়ার। একটিতে বসেন সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মহসিন আলী ও অপরটিতে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেকেন্দার আলী শাহ। অবশ্য এ সময় মহসিন আলীকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের সভাপতি আফছার আলী জানালেন, সাময়িক বরখাস্তের চিঠি অধ্যক্ষকে দেয়া হলে তিনি তা গ্রহণ করেননি। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যগণ ও ইউএনওর প্রতিনিধি সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। শেষে চিঠি পাঠানো হয়েছে ডাকযোগে। ডাক পিয়ন ঘুরছেন তার পেছনে। তিনি চিঠি নিচ্ছেন না। উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান জানান, মাদ্রাসার সার্বিক অবস্থা সরেজমিন তদন্ত করে রিপোর্ট দিতে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন।
×