ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের পাথর উত্তোলন

হুমকির মুখে তিস্তা ব্যারাজ

প্রকাশিত: ০৬:২৭, ১৭ নভেম্বর ২০১৬

হুমকির মুখে তিস্তা ব্যারাজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রশাসনের অভিযানে বেশ কিছুদিন পাথর উত্তোলন বন্ধ থাকলেও ডিমলায় তিস্তা নদী হতে ফের অবৈধ পাথর উত্তোলনের ধুম পড়েছে। অভিযোগ উঠেছে এক বিগবস নেতার ছত্রছায়ায় আরেক নেতার নেতৃত্বে নদী হতে এ পাথর উত্তোলন হচ্ছে। সোমবার সরেজমিন গেলে অবৈধভাবে নদী হতে শত শত নৌকার সেফে পাথর উত্তোলন করে তিস্তা নদীর তেলিরবাজার ও তিস্তা বাজারে পাথর এনে ফেলার দৃশ্য দেখা যায়। প্রতিদিন অবৈধভাবে পাথর উত্তোলন করায় নদী সংরক্ষণ তীর বাঁধসহ দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এ ছাড়া পাথর উত্তোলনের পর তা পরিবহনের কারণে ডিমলা উপজেলার সব কাঁচা-পাকা সড়ক চলাচলে যানবাহনসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তিস্তা নদীর সংরক্ষণ অবকাঠামো ও তিস্তা ব্যারাজের ক্ষতি করে বিগবস আর নেতারা লাখ লাখ টাকা কামাই করছে। তেলিরবাজার ও তিস্তা বাজার দুটি পয়েন্টে দেড় শতাধিক মেশিন বসানো নৌকার সেফে অবৈধভাবে পাথর উত্তোলন করে তা বেচাবিক্রি করা হচ্ছে। আর পাথর পরিবহনে ব্যবহার করা হচ্ছে ১০ চাকার ট্রাক আর ট্রাক্টর-ট্রলি। এতে এলাকার কাঁচা ও পাকা সড়ক দেবে ও ভেঙ্গে যাচ্ছে। সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনে তিস্তা নদীর অবকাঠামোর সংরক্ষণ বাঁধের ক্ষতি হচ্ছে। পাশাপাশি দেশের বৃহত্তম তিস্তা ব্যারাজের সেচ কার্যক্রম হুমকির মুখে পড়েছে। তিস্তা নদীতে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, বিগবস ও নেতার হুকুমে পাথর উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন নদী হতে যে পাথর উত্তোলন করা হয় এতে কমপক্ষে প্রতিদিন ২০ লাখ টাকার ব্যবসা করেন তারা ও তাদের টিমের সন্ত্রাসীরা।
×