ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্রুততম গোরখোদক

প্রকাশিত: ০৬:২১, ১৭ নভেম্বর ২০১৬

দ্রুততম গোরখোদক

স্লোভাকিয়ার ত্রেনচিন শহরের দুই সহোদর লাদিসøাভ ও কাসাবা স্কালাদান ইউরোপের দ্রুততম গোরখোদক নির্বাচিত হয়েছেন। অভিনব কবর খনন প্রতিযোগিতায় তারা এ সম্মান পান। এতে বিভিন্ন দেশের মোট ১০ দল অংশ নেয়। চ্যাম্পিয়নদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল পোল্যান্ড ও হাঙ্গেরির দুটি দল। প্রতিযোগিতায় বেলচা ও ঝুড়ি দিয়ে এক দশমিক পাঁচ মিটার (৫ ফুট) গভীর, দুই মিটার দীর্ঘ (৬ দশমিক ৫ ফুট) ০ দশমিক ৯ মিটার (৩ ফুট) প্রস্থের কবর খনন করতে হয়েছে। -গার্ডিয়ান
×