ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট আসাদের আশা

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ট্রাম্প হবেন স্বাভাবিক মিত্র

প্রকাশিত: ০৬:২০, ১৭ নভেম্বর ২০১৬

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ট্রাম্প হবেন স্বাভাবিক মিত্র

সিরীয় নেতা বাশার আল আসাদ বলেছেন, তার প্রত্যাশা, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সহযোগী হবেন। কিন্তু সেই সঙ্গে তিনি ট্রাম্পের মূল্যায়নে সতর্কও থাকছেন। খবর বিবিসির। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, ট্রাম্প যদি সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালানোর প্রতিশ্রুতি পালন করেন তাহলে তিনি হবেন আমাদের একজন স্বাভাবিক মিত্র। কিন্তু তিনি এ কথাও বলেন, ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রসর হবেন কিনা তাতে সন্দেহ রয়েছে। ট্রাম্প আগে বলেন, সিরীয় বাহিনী ও ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের জঙ্গী উভয়ের বিরোধিতা করা পাগলামি এবং সিরিয়ার বিরুদ্ধে লড়াই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হতে পারে। মানবাধিকার কর্মীরা বলেন, সিরিয়ায় সংঘাত ক্রমেই তীব্র হয়ে উঠছে। সরকারী জঙ্গী বিমান থেকে মঙ্গলবার গত তিন সপ্তাহের মধ্যে এই প্রথম বিদ্রোহী অধিকৃত আলেপ্পো শহরের পূর্বাঞ্চলে বোমা বর্ষণ করা হয়েছে। ২০১১ এর মার্চে সিরীয় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ মারা গেছে। পর্তুগালের রাষ্ট্রীয় আরটিপি টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাতকারে আসাদ বলেন, ট্রাম্প কী করতে যাচ্ছেন এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারছি না। কিন্তু তিনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিলে অবশ্যই আমরা মিত্র তথা স্বাভাবিক মিত্র হবো যেমন হয়েছি রুশ, ইরান ও অন্য অনেক দেশের। আসাদ বলেন, আইএস জঙ্গীদের বিরুদ্ধে লড়াই করতে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কি তা রক্ষায় সমর্থ হবেন? প্রশাসনের অভ্যন্তরস্থ এবং মূলধারার মিডিয়ায় বিদ্যমান তার বিরোধীদের কি হবে? তিনি কি ভাবে এগুলোর মোকাবেলা করে এগোবেন? তাই ট্রাম্পকে নিয়ে আমাদের এখনও সন্দেহ রয়েছে। এ কারণেই আমরা তাকে মূল্যায়ন করতে খুবই সতর্ক রয়েছি। বর্তমান মার্কিননীতি হচ্ছে আইএস ও অন্য জিহাদীদের ওপর আঘাত করা এবং একই সঙ্গে প্রেসিডেন্ট আসাদবিরোধী মধ্যপন্থী বিদ্রোহীদের প্রতি সমর্থন প্রদান করা। আসাদ ঐ গ্রুপগুলোকে সন্ত্রাসী বলেই বিবেচনা করেন। নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি মার্কিন মিডিয়া বলেছে, ট্রাম্প আমাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের প্রতি সহযাগিতার অবসান ঘটাতে পারেন। কারণ ট্রাম্পের মতে, এরা কারা, এ ব্যাপারে আমাদের কোন ধারণা নেই। আসাদ বলেন, সিরিয়ার বিরুদ্ধে লড়াই করলে তা রাশিয়ার বিরুদ্ধে লড়াই বলে বিবেচিত হতে পারে এবং নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রশংসা করেছিলেন।
×