ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীর তালিকা ফের চালুর উদ্যোগ

মেক্সিকো সীমান্তে দেয়াল হচ্ছে

প্রকাশিত: ০৬:১৯, ১৭ নভেম্বর ২০১৬

মেক্সিকো সীমান্তে দেয়াল হচ্ছে

যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন কংগ্রেসের তাৎক্ষণিক অনুমোদন না চেয়েই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজে দ্রুত পদক্ষেপ নিতে পারে। অভিবাসন বিরোধী নীতির কড়া সমর্থক এমন এক কর্মকর্তা একথা জানান। তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন বলে জানান। খবর ইয়াহু নিউজের। ক্রিস কোবাচ নামের ঐ কর্মকর্তা এক সাক্ষাতকারে বলেন যে, ট্রাম্পের নীতি সংক্রান্ত উপদেষ্টারা মুসলিম দেশগুলো থেকে আগত অভিবাসীদের এক তালিকা রাখার ব্যবস্থা পুনরায় চালু করতে তার বিবেচনার জন্য এক প্রস্তাবের খসড়া তৈরির বিষয়েও আলোচনা করেছেন। কানসাস অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট কোবাচ আরিজোনা ও অন্যত্র কঠোর অভিবাসন আইন রচনায় সহায়তা করেছিলেন। কোবাচ জানান যে, গত দুই বা তিন মাসে তিনি ট্রাম্পের প্রায় ডজন খানেক অভিবাসন উপদেষ্টার সঙ্গে নিয়মিত কনফারেন্স কলে অংশ নিয়েছিলেন। তিনি ট্রাম্পের অন্তর্বর্তী টিমের অন্যতম বড় সদস্য বলে মিডিয়ার খবরে বলা হয়। ট্রাম্পের অন্তর্বর্তী টিম কোবাচের ভূমিকা নিশ্চিত করার অনুরোধের প্রতি সাড়া দেয়নি। নবনির্বাচিত প্রেসিডেন্ট উপদেষ্টাদলগুলোর কোন নির্দিষ্ট সুপারিশ অনুসরণের প্রতিশ্রুতি দেননি। ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণকেই তার প্রচার অভিযানের অন্যতম মূল ইস্যুতে পরিণত করেন। তিনি দেশের এক কোটি ১০ লাখ কাগজপত্রহীন অভিবাসীর বিরুদ্ধে অভিবাসন আইন কার্যকর করার প্রতিশ্রুতি দেন। তিনি একথাও বলেন, তিনি জাতীয় নিরাপত্তা রক্ষার অন্যতম পদক্ষেপ হিসেবে আমেরিকায় প্রবেশের সময় মুসলিমদের অতীত জীবনবৃত্তান্ত খুবই সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখা সমর্থন করেন। কোবাচ গত শুক্রবার জানান যে, ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি দফতর যাতে দ্রুত ও সফল ব্যবস্থা নিতে পারে সেজন্য অভিবাসন গ্রুপ নবনির্বাচিত প্রেসিডেন্টের পর্যালোচনার জন্য নির্বাহী আদেশের খসড়া নিয়ে আলোচনা করেছে। কোবাচ বলেন, কোন কোন মুসলিম অভিবাসীর জীবন বৃত্তান্ত বিস্তারিতভাবে খতিয়ে দেখতে ট্রাম্পের আহ্বান বাস্তবায়নের জন্য অভিবাসন নীতি গ্রুপ নির্দিষ্ট শ্রেণীর অভিবাসী ও পর্যটকদের এক জাতীয় তালিকা তৈরির ব্যবস্থা আবার চালু করার সুপারিশ করতে পারে। যেসব দেশে চরমপন্থী দলগুলো সক্রিয় সেসব দেশ থেকে ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এমন সব অভিবাসী ও পর্যটকের নাম তালিকাটিতে অন্তর্ভুক্ত করা হবে। ঐ কর্মকর্তা বলেন, হোমল্যান্ড সিকিউরিটি দফতর (ডিএইচএস) বর্তমান বাজেটের তহবিল নতুন করে বরাদ্দ করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই সীমান্তে দেয়াল নির্মাণের কাজে কিভাবে দ্রুত এগিয়ে যেতে পারে সেই বিষয়টি অভিবাসন উপদেষ্টারা দেখছেন। আগামী অর্থবছরগুলোতে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে বলে তিনি স্বীকার করেন। ডিএইচএসের অর্থ ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতি কংগ্রেস আপত্তি জানাতে পারে। কংগ্রেস ট্রাম্পেরই নিজ দলীয় রিপাবলিকানদের হাতে নিয়ন্ত্রিত। রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিচার দফতরে কাজ করার সময় কোবাচ ২০০১-এর ১১ সেপ্টেম্বরের হামলার পর ন্যাশনাল সিকিউরিটি এন্টি-এক্সিট রেজিস্ট্রেশন সিস্টেম নামে পরিচিত এক কর্মসূচীর খসড়া তৈরিতে সহায়তা করেছিলেন। আল-কায়েদা জঙ্গীরা যুক্তরাষ্ট্রে এ হামলা চালিয়েছিল। এ কর্মসূচীর আওতায় বেশি ঝুঁকিপূর্ণ বলে গণ্য এমন দেশগুলো থেকে আগত লোকজনকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর জিজ্ঞাসাবাদের সম্মুখীন ও আঙ্গুলের ছাপ দিতে হতো। জঙ্গী হামলার হুমকিগ্রস্ত দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আগত ও ১৬ বছরের বেশি বয়স্ক কোন কোন অনাগরিক পুরুষ রেসিডেন্টকে সরকারী দফতরে ব্যক্তিগতভাবে এসে রেজিস্টারভুক্ত হতে এবং এর পর সময়ে সময়ে হাজিরা দিতে হতো। ২০১১ সালে কর্মসূচীটি পরিত্যাগ করা হয়। এর আগে এটিকে হোমল্যান্ড সিকিউরিটি দফতর নিষ্প্রয়োজন বলে মনে করে। এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর থেকে আগত অভিবাসীদের প্রতি অনুচিত আচরণ করে বলেও মানবাধিকার গ্রুপগুলো সমালোচনা করে।
×