ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের পুঁজিবাজারে অস্থিরতা

প্রকাশিত: ০৬:১৮, ১৭ নভেম্বর ২০১৬

পাকিস্তানের পুঁজিবাজারে অস্থিরতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ অস্থিরতার মধ্যে দিয়ে দিন পার করল পাকিস্তানের পুঁজিবাজার। মঙ্গলবারও পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেখা গেছে সূচকের। তবে দিনশেষে করাচী স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪২ হাজার ৪০৭ পয়েন্টে। বিশেষজ্ঞরা বলছেন, পানামা পেপারসে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের যে অভিযোগ উঠেছে, তাকেই কেন্দ্র করে বাজার আবর্তিত হচ্ছে। বিনিয়োগকারীরা এর একটা সুরাহা না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। যার কারণে বাজার নিম্নমুখী হচ্ছে। ৩ এপ্রিল ২০১৬ দুনিয়ার প্রভাবশালী রাষ্ট্র ও সরকার প্রধান এবং রাঘববোয়ালদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করে সাড়া ফেলে আলোচিত ‘পানামা পেপারস’। তবে মোস্যাক ফনসেকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা হ্যাকিংয়ের স্বীকার হয়েছে। মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া গোপন নথিতে অর্থ পাচারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলের নামও উঠে আসায় নিজ দেশে চাপের মুখে পড়েন প্রধানমন্ত্রী। এদিকে পানামা পেপারস ফাঁসের পর নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ ও তদন্ত দাবি করে আসছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নওয়াজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে মামলাও হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত আগামী ১৭ নবেম্বর পর্যন্ত এ মামলার শুনানি স্থগিত করেছেন। মূলত, এ মামলার ফল বেরিয়ে না আসা পর্যন্ত বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা কাজ করছে।
×