ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণে চুক্তি

প্রকাশিত: ০৬:১৬, ১৭ নভেম্বর ২০১৬

মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণে চুক্তি

বৃহত্তর চট্টগ্রামসহ দেশের গ্যাসের ঘাটতি হ্রাস এবং বিভিন্ন বিদ্যুত কেন্দ্র, সার কারখানায় ও বিভিন্ন শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ তথা দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানীর পরিকল্পনা গ্রহণ করেছে। আমদানীকৃত এলএনজি গ্যাসে রূপান্তর পূর্বক দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট হারে সরবরাহের লক্ষ্যে পেট্রোবাংলা কর্তৃক কক্সবাজার জেলাধীন মহেশখালী দ্বীপের নিকটস্থ গভীর সমুদ্রে এলএনজি টার্মিনাল তথা ঋষড়ধঃরহম ঝঃড়ৎধমব ধহফ জফ-মধংরভরপধঃরড়হ টহরঃ (ঋঝজট) নির্মাণ কাজ বাস্তবায়নাধীন আছে এবং ইতোমধ্যে তরল প্রাকৃতিক গ্যাস আমদানীর লক্ষ্যে কাতার সরকারের সাথে একটি গঙট স্বাক্ষরিত হয়েছে। পেট্রোবাংলার অধিনস্ত কোম্পানী সমূহের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের নিমিত্ত রবিবার পেট্রোবাংলার বোর্ড রুমে চেয়ারম্যান, পেট্রোবাংলা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি
×