ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভ্যাট-জটিলতা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে এনবিআর

প্রকাশিত: ০৬:১৬, ১৭ নভেম্বর ২০১৬

ভ্যাট-জটিলতা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ মূল্য সংযোজন কর (ভ্যাট) নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ প্রশমনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট নিয়ে অসন্তোষে ব্যবসায়ীরা যাতে নতুন করে আন্দোলনে না যায় সে বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে ভ্যাট সংগ্রহের সঠিক হিসাব সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের মধ্যে স্বল্পমূল্যে ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন সরবরাহেরও সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী এনবিআরের সঙ্গে ভ্যাটসংক্রান্ত সৃষ্ট জটিলতা নিয়ে এক বৈঠকে এ নির্দেশনা দেন। তিনি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। এর আগে এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের ভ্যাটবিরোধী আন্দোলন সঠিক নয় বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতির দাবি গ্রহণযোগ্য নয়, তারা ভ্যাট না দেয়ার জন্য আন্দোলন করছে।
×