ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ব্যাংকের ক্রেস্টের স্বর্ণে জালিয়াতি!

প্রকাশিত: ০৬:১৫, ১৭ নভেম্বর ২০১৬

বাংলাদেশ ব্যাংকের ক্রেস্টের স্বর্ণে জালিয়াতি!

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশীদের দেয়া সম্মাননা ক্রেস্টের স্বর্ণে জালিয়াতির পর এবার বাংলাদেশ ব্যাংকের ক্রেস্টের স্বর্ণে জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবারের নির্ধারিত বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন এ্যাওয়ার্ড অনুষ্ঠান বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মেধাবী ৫ ব্যাংক কর্মকর্তাকে স্বর্ণপদক দেয়ার কথা ছিল। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জনকণ্ঠকে বলেন, ‘অনিবার্য কারণে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন এ্যাওয়ার্ড অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’ এদিকে এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে মানবসম্পদ বিভাগকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গবর্নর ফজলে কবির। তিনি ঘটনা তদন্তে একটি কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন। জানা গেছে, পদক বানানোর দায়িত্বে নিয়োজিত ছিলেন এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তারা। প্রসঙ্গত, পেশাগত কাজে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের মেধাবী কর্মকর্তাদের স্বর্ণপদক দেয়া হয়। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কারের জন্য দুই ক্যাটাগরিতে ২৩ জন কর্মকর্তাকে মনোনীত করা হয়, যা গত ১১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৬৬তম সভায় অনুমোদন দেয়া হয়। বুধবার সেই পদক আনুষ্ঠানিকভাবে দেয়ার কথা ছিল। এ বছর বাংলাদেশে সর্বোচ্চ মানের এ পুরস্কারের জন্য মনোনীত কর্মকর্তারা হলেনÑ মোঃ নাজিম উদ্দিন (যুগ্মপরিচালক), রণজিৎ কুমার রায় ( যুগ্মপরিচালক), প্রদীপ পাল (যুগ্মপরিচালক), মাসুমা বেগম (সিস্টেমস এনালিস্ট), মোঃ আশ্রাফুল আলম (ডিজিএম)।
×