ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় দুই কসাইয়ের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:১৪, ১৭ নভেম্বর ২০১৬

হত্যা মামলায় দুই কসাইয়ের মৃত্যুদণ্ড

কোর্ট রিপোর্টার ॥ মোবাইল ফোন সেটের জন্য রাজধানীর পল্লবীতে আনিস নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দুই কসাইয়ের মৃত্যুদ- দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। দ-িত আসামিরা হলো শমসের ও মোঃ লালু। রায়ে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেন- বর্তমান সমাজে একের পর এক বিভিন্ন কারণে নৃশংস ও খুনের ঘটনা ঘটছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনে এই ধরনের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তা না হলে এ ধরনের নির্মম, নৃশংস ও অগ্রহণযোগ্য, ভয়ঙ্কর হত্যাসহ এজাতীয় অভিশাপ থেকে সমাজকে মুক্তি দেয়া সম্ভব না। রায় ঘোষণাকালে শমসের ট্রাইব্যুনালে হাজির ছিলেন। লালু পলাতক রয়েছেন। মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি আনিসকে জরুরী কথা আছে বলে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়। পরে তার মরদেহ মিল্কভিটা মাঠের পাশে পাওয়া যায়।
×