ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃত্রিম মস্তিষ্ক নিয়ে হাঁটল বানর

প্রকাশিত: ০৫:৫২, ১৭ নভেম্বর ২০১৬

কৃত্রিম মস্তিষ্ক নিয়ে  হাঁটল বানর

এই প্রথমবার সফলভাবে মস্তিষ্কের প্রতিস্থাপন করা হলো। দুটি বানরের সঙ্গে এই পরীক্ষা সফলভাবে করা সম্ভব হয়েছে। সফলভাবে মস্তিষ্ক প্রতিস্থাপনের পর প্যারালাইজড বানরদুটি আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে। বানরের সঙ্গে করা হলেও আগামী তিন বছরের মধ্যে এই মস্তিষ্ক প্রতিস্থাপন মানবদেহেও সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। বানর দুটির মাথায় কৃত্রিমভাবে তৈরি মস্তিষ্ক বসানো হয়েছে। এর ফলে শিরদাঁড়ার সঙ্গে মস্তিষ্কে নতুনভাবে ওয়্যারলেস সংযোগ সৃষ্টি হয়। শিরদাঁড়ায় চোট পেয়ে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের মধ্যে এই সংযোগ ছিন্ন হয়ে গিয়েছিল। অপারেশনের পর একটি বানর ছয় দিন, অন্যটি দুই সপ্তাহের মধ্যে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে। দুর্ঘটনা বা স্ট্রোক হয়ে প্যারালাইজড রোগীদের ক্ষেত্রেও এই ডিভাইস আর কয়েক বছরের মধ্যেই ব্যবহার করা সম্ভব হবে বলে আশা দেখাচ্ছেন বিজ্ঞানীরা। আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটির গবেষক ডেভিড বর্টন জানিয়েছেন যে এই কৃত্রিম ডিভাইস ব্রেনের মোটর কর্টেক্স থেকে মেরুদ-ের নার্ভে সিগন্যাল পাঠায়। ব্রেনের সঙ্গে স্পাইনের যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তা এইভাবে ফের গড়ে তোলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। সূত্র : এই সময়
×