ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুনর্বাসন না করে সাঁওতালদের উচ্ছেদ করা দুঃখজনক ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৫১, ১৭ নভেম্বর ২০১৬

পুনর্বাসন না করে  সাঁওতালদের  উচ্ছেদ করা  দুঃখজনক ॥  এরশাদ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৬ নবেম্বর ॥ সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গাইবান্ধার গোবিন্দগজ্ঞে সাঁওতালদের সুগার মিলের জমি থেকে উচ্ছেদ করার আগে তাদের বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। ওরা গরিব মানুষ। হঠাৎ করে তাদের উচ্ছেদ করা হলে তারা কেথায় যাবে। পুনর্বাসনের কোন ব্যবস্থা না করে হঠাৎ করে সাঁওতালদের উচ্ছেদ করা দুঃখজনক। বুধবার দুপুরে রংপুর মহানগরের দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না। কারণ সেখানে যারা ভোটার তারা সকলেই সরকারী দলের লোক। ফলে ওই নির্বাচন করে কোন লাভ নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে বলেন, সেখানে জাতীয় পার্টির শক্তিশালী কোন প্রার্থী নেই। তার ওপর ওটা শামীম ওসমানের এলাকা। সেখানে আওয়ামী লীগ শক্তিশালী। তারপরও ওই এলাকার এমপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে তিনি সাংবাদিকদের জানান।
×