ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৫:৫০, ১৭ নভেম্বর ২০১৬

চট্টগ্রামে তিন খাদ্য  পরিদর্শকসহ পাঁচ জনের বিরুদ্ধে  দুদকের মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে খোলা বাজারে সরকারী চাল বিক্রি কর্মসূচীতে অনিয়মের অভিযোগে বরখাস্ত খাদ্য বিভাগের তিন পরিদর্শকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক অজয় কুমার সাহা বাদী হয়ে বুধবার সিএমপির সদরঘাট থানায় এ মামলা দায়ের করেন। দুদক সূত্রে জানা যায়, মামলায় যাদের আসামি করা হয়েছে শুভজিৎ দে, শাহনেওয়াজ, সাহাব উদ্দিন, সৈয়দ মোঃ ফারুক ও জাহাঙ্গীর আলম। এর মধ্যে প্রথম তিনজন খাদ্য পরিদর্শক ও শেষোক্ত দুজন ডিলার। তাদের বিরুদ্ধে আনা অবৈধ লেনদেনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ মামলা দায়ের করা হয়েছে। খোলা বাজারে চাল সরকারী গুদাম থেকে বাইরে বিক্রির অভিযোগে এই তিন খাদ্য পরিদর্শককে গত ৩ নবেম্বর আটক করা হয়েছিল।
×