ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভী না আনোয়ার- সর্বত্র আলোচনা, গুঞ্জন

প্রকাশিত: ০৫:৫০, ১৭ নভেম্বর ২০১৬

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভী না আনোয়ার- সর্বত্র আলোচনা, গুঞ্জন

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন- বর্তমান মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী না মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন? এ নিয়ে সর্বত্র চলছে নানামুখী গুঞ্জন, আলোচনা, হিসাবনিকাশ। ইতোমধ্যে মহানগর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সমর্থনে এককাট্টা হয়েছেন। ডাঃ আইভী সমর্থকদের দাবি আনোয়ার হোসেনকে সমর্থন দেয়ার পেছনে নেপথ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বর্তমান মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীকে মহানগর আওয়ামী লীগ সমর্থন না দিলেও তার দাবি জনগণ তার সমর্থনে রয়েছে। মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বর্তমান মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ সেলিনা হায়াত আইভীর নাম বাদ দিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের নাম প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে বুধবার সর্বত্র চলে নানামুখী গুঞ্জন। তবে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আইভীর নাম বাদ দেয়ায় আইভীর সমর্থকরা ক্ষুব্ধ হয়েছেন। আনোয়ার সমর্থক ও ডাঃ আইভীর সমর্থকরা এখন আওয়ামী লীগের হাইকমান্ডের দিকে তাকিয়ে আছেন। ২০১১ সালের ৩০ অক্টোবর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে একেএম শামীম ওসমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগ সমর্থন দেয়। আওয়ামী লীগের সমর্থন না পেয়ে আইভী নাগরিক কমিটির ব্যানারে মেয়র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে শামীম ওসমানকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন। এ নির্বাচনে ডাঃ আইভীর প্রধান সমন্বয়ক ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। আগামী ২২ ডিসেম্বরের সিটি নির্বাচনে এবার আওয়ামী লীগ থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মেয়র পদে মনোনয়ন নিতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এমনকি মঙ্গলবারের মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায়ও মেয়র পদে আনোয়ার হোসেনসহ তিনজনের নাম প্রস্তাব করেন। অন্য দুইজন হলেনÑ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ। এদিকে ডাঃ আইভী আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পাওয়ার শতভাগ আশাবাদী। মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করছেন। এদিকে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র আইভীর নাম বাদ দিয়ে আনোয়ার হোসেনসহ তিনজনের নাম প্রস্তাব করায় নারায়ণগঞ্জে এখন নানামুখী আলোচনা শুরু হয়েছে। মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র ডাঃ আইভীর নাম না রেখে তিনজনের নাম প্রস্তাব করার সিদ্ধান্তে মেয়র আইভী বলেছেন, দলের সিদ্ধান্ত নিয়েই আমি নির্বাচন করব। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি নির্বাচন করব না। এটা আমার সিদ্ধান্ত। তিনি বলেন, একটি প্রভাবশালী নেতার নির্দেশেই মহানগর আওয়ামী লীগের একটি অংশ এ কাজটি করেছে। মহানগর আওয়ামী লীগের একটি অংশ তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নিয়েছে। মহানগর আওয়ামী লীগ অনেক আগে থেকেই দুই ভাগে বিভক্ত। এর একটি অংশ এককভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। আমার এমন কোন নেগেটিভ কাজ নেই যে দলকে পিছিয়ে দিয়েছে। নারায়ণগঞ্জের মানুষের জন্য দলমতের উর্ধে থেকে উন্নয়নমূলক কাজ করেছি। এটা দলের জন্য পজিটিভ। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আইভী তার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত মেয়র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। আমার রাজনৈতিক জীবনের সবচয়ে বড় প্রাপ্তি তৃণমূলের সমর্থন পেয়েছি। সিটি কর্পোরেশনে মনোনয়ন নিয়ে গত ২৯ অক্টোবর বিশাল জনসভা হয়। যিনি নৌকা পাবেন তিনিই আমাদের প্রার্থী -আবদুল হাই ॥ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি নৌকা পাবেন তিনিই আমাদের প্রার্থী। তার পক্ষেই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে রূপগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে সংবর্ধনা প্রদানকালে তিনি এসব কথা বলেন। ভেবেছিলাম আইভীর নাম আসবেÑ শামীম ওসমান ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিশ্বাস করেন আমি রেডি ছিলাম আইভীর নাম প্রস্তাব করব। সবাই আইভীর নাম প্রস্তাব করবে কিন্তু আওয়ামী লীগের একজন নেতাকর্মীও আইভীর নাম প্রস্তাব করেনি। আমার ছোট বোন আইভীকে ১০ বার বলেছিলাম তুমি নেতাকর্মীদের কাছে মাফ চাও। প্রেস কনফারেন্স করে মাফ চাও। নেত্রীর বিরুদ্ধে যেসব কথা বলেছ তার জন্য নেতাকর্মীর কাছে ক্ষমা চাও। কিন্তু সে তা চাইল না। এত অহমিকা-দম্ভ ভাল না। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি সভায় সংসদ সদস্য শামীম ওসমান একথা বলেন। শামীম ওসমান মহানগর আওয়ামী লীগের সদস্য। কেন্দ্রে প্রস্তাবিত নাম পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে বুধবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা বলেন, আগামী ২০ নবেম্বরের মধ্যে কেন্দ্রে নাম পাঠাতে হবে। বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগ সভাপতিসহ ৩ জনের নাম প্রস্তাব করা হয়েছে। দ্রুত নাম পাঠানো হবে।
×