ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রেকর্ড দামে ফুলদানি

প্রকাশিত: ০৫:৪৭, ১৭ নভেম্বর ২০১৬

রেকর্ড দামে  ফুলদানি

প্রাচীন চীনের একটি ফুলদানি রেকর্ড মূল্যে বিক্রি হলো। কিছুদিন আগে এক ক্রেতা পুরাতন একটি গাড়ির ভাগাড় থেকে পাওয়া ফুলদানিটি মাত্র ১০ পাউন্ডে কেনেন। প্রথমে তিনি এটির মূল্য আঁচ করতে পারেননি। কিছুদিন অযতেœ ঘরের কোণে ফেলে রাখেন। পরে তার এক বন্ধু এই ফুলদানি দেখামাত্র বুঝতে পারেন এটির বাজারমূল্য রয়েছে। ওই বন্ধু বলেন, এই ধরনের ফুলদানি প্রাচীনকালে চীনা রাজপ্রাসাদে ব্যবহার করা হতো। পরে তিনি বন্ধুকে এই ফুলদানি নিলামে তোলার পরামর্শ দেন। তারা উভয়ে বিখ্যাত নিলাম ঘর সালিসবুরির শরণাপন্ন হলে কর্তৃপক্ষ ফুলদানিটির শিল্পমূল্য বুঝতে পেরে এটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। নিলামে ডাক শুরুর পর থেকেই লাফিয়ে লাফিয়ে এটির দর বাড়তে থাকে। এক ক্রেতা ৬০ হাজার পাউন্ডে ফুলদানিটি লুফে নেন। নিলাম আহ্বানকারী ওলি এবং ওয়ালিস বলেন, আমরা ভাবতেই পারিনি ফুলদানিটি এত দামে বিক্রি হতে পারে। তবে ক্রেতার নাম প্রকাশ করেনি সালিসবুরির কর্তৃপক্ষ। ক্রেতা বলেন, এটি ভবিষ্যতের জন্য একটি ভাল বিনিয়োগ। ধারণা করা হচ্ছে, ১৭৩৬ থেকে ১৭৯৫ সালের মধ্যে চীনের কিন রাজবংশের ষষ্ঠ সম্রাটের আমলে তার রাজপ্রাসাদে ফুলদানিটি ব্যবহার করা হতো। -বিবিসি অবলম্বনে
×