ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-চিটাগাং ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ নভেম্বর ২০১৬

ঢাকা-চিটাগাং ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্ব  শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় বিপিএলের প্রথমপর্ব শেষ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) চট্টগ্রাম পর্ব দিয়ে দ্বিতীয়পর্ব শুরু হবে আজ। এ পর্বে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংস। ম্যাচটি দুপুর ১টায় শুরু হবে। একইদিন আরেকটি ম্যাচ রয়েছে। ম্যাচটিতে রংপুর রাইডার্স ও বরিশাল বুলস লড়াই করবে। ম্যাচটি সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে। চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তিনটি দল। ঢাকা ডায়নামাইটস, বরিশাল বুলস ও খুলনা টাইটান্সের পয়েন্ট সমান। তিন দলই চার ম্যাচ খেলে তিন ম্যাচে জয় পেয়েছে। ৬ পয়েন্ট করে পেয়েছে। রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ঢাকা। এরপরেই বরিশাল এবং তৃতীয় স্থানে আছে খুলনা। এ তিন দলের পরেই চতুর্থ স্থানে আছে রংপুর রাইডার্স। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে রংপুর। পঞ্চম স্থানে থাকা রাজশাহী কিংসও ৩ ম্যাচ খেলেছে। তবে ২ পয়েন্ট পেয়ে আছে পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে থাকা চিটাগাং ভাইকিংসও ২ পয়েন্ট পেয়েছে। কিন্তু রানরেট ও ম্যাচটি একটি বেশি খেলায় রাজশাহীর পেছনে আছে চিটাগাং। সবার নিচে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটি চার ম্যাচ খেলে এখনও একটি ম্যাচও জিততে পারেনি। চট্টগ্রাম পর্বে ঢাকা, বরিশাল, খুলনার যেখানে পয়েন্ট ভা-ার মজবুত করার জন্য নামবে। সেখানে রংপুর, রাজশাহী, চিটাগাং ও কুমিল্লার পয়েন্ট বাড়ানোর তাগিদেই নামতে হবে। কুমিল্লারতো পয়েন্ট বাড়ানো দূরে থাক, পয়েন্টই এখনও মিলেনি। চট্টগ্রাম পর্বে তাই কুমিল্লার দিকেই বেশি নজর থাকবে। সেই নজর থাকছে স্বাগতিক চিটাগাংয়ের দিকেও। তবে আজ ম্যাচ খেলবে চিটাগাং প্রতিপক্ষ ঢাকা। এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল ঢাকা। পারবে চিটাগাং ম্যাচটি থেকে জয় তুলে নিতে? হোমে খেলার সুবিধা তুলে নিতে পারবে চিটাগাং? ঢাকার সহঅধিনায়ক নাসির হোসেন চিটাগাংকে জয় পেতে দিতে রাজি নয়। পয়েন্ট ভা-ার আরও মজবুত করতে চান নাসির। বুধবার বলেছেন, ‘হোম টিমের সঙ্গে খেলা, বিষয়টাকে আমরা ওভাবে দেখছি না। চিটাগাংয়ের সঙ্গে খেলা। এটা আরও একটা ম্যাচ। প্রিপারেশন ভাল। আমরা এক নম্বরে আছি। এই স্থানটা ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে এক নম্বরেই নিজেদের ধরে রাখা।’ চিটাগাংয়ের হোমে খেলা এবার। আর তাই এনামুল হক বিজয় কামব্যাক করার ভাবনাতেই মশগুল। বলেছেন, ‘সব মিলিয়ে আমাদের শেষ তিনটা ম্যাচ ভাল যায়নি। অবশ্যই চেষ্টা করব আমাদের চট্টগ্রাম পর্ব যেন ভাল কাটুক। এখানে চারটা ম্যাচ আছে। এখনও সুযোগ আছে অবশ্য আমাদের হাতে। চারটার মধ্যে যদি তিনটা জিতে যেতে পারি মোমেন্টাম ঘুরেও যেতে পারে। আমরা সবাই মিলে আশা করছি একটা ভাল কামব্যাক করতে পারব। চট্টগ্রামে ভাল কিছু হবে।’
×