ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিখোঁজ ট্রলারসহ ১৬ বাংলাদেশী জেলেকে ফেরত দিল ভারত

প্রকাশিত: ০৯:৪০, ১৬ নভেম্বর ২০১৬

নিখোঁজ ট্রলারসহ ১৬ বাংলাদেশী জেলেকে ফেরত দিল ভারত

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গভীর নিম্নচাপের কবলে পড়ে নিখোঁজ হওয়া ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে একটি ফিশিং ট্রলারসহ বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। সোমবার রাতে উদ্ধারকৃত জেলে ও ট্রলার এফভি ‘তামান্না’কে হিরণ পয়েন্ট থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী জাহাজ ‘গোমতী’তে তাদেরকে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড জাহাজ ‘অমোঘ’। মঙ্গলবার সকালে নৌবাহিনী জাহাজ ‘গোমতী’ বাংলাদেশের কোস্টগার্ড জাহাজ তামজি’র নিকট তাদের হস্তান্তর করে। পরে কোস্টগার্ড জাহাজ ‘তামজিদ’ জেলেদের মংলা থানায় হস্তান্তর করে। গত ২ নভেম্বর ‘এফভি তামান্না’ নামক ট্রলারটি মাছ ধরার উদ্দেশে হিরণ পয়েন্ট হতে গভীর সমুদ্রে গমন করে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। -আইএসপিআর
×