ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষতিগ্রস্ত সাঁওতালদের বসতবাড়ি ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৯:২৬, ১৬ নভেম্বর ২০১৬

ক্ষতিগ্রস্ত সাঁওতালদের বসতবাড়ি ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে বসতি গড়া সাঁওতালদের বসতবাড়ি ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। মঙ্গলবার রাতে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাঁওতাল নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির উদ্ধৃতি দিয়ে উল্লিখিত কথা বলেন। সূত্র জানায়, গাইবান্ধার রংপুর সুগার মিল লিমিটেড এলাকা থেকে সরিয়ে সাঁওতালদের গোবিন্দগঞ্জের কাটাবাড়ি উলুপাড়া ব্রিজের কাছে বসতি করে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর দফরের আদেশে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) অফিস ইতোমধ্যে কাটাবাড়ি ব্রিজের কাছে ১৪ একর জমি চিহ্নিত করেছে। চিহ্নিত করা জায়গা চিনিকল থেকে মাত্র ৫/৭ কিলোমিটার দূরে। বৈঠককালে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সাঁওতাল নেতৃবৃন্দের দীর্ঘ আলোচনা হয়। সাঁওতাল নেতারা তাদের অভিযোগ তুলে ধরেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদের নামে সাঁওতাল পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় এমপি ও এক চেয়ারম্যানকে দায়ী করে তারা বলেন, গোবিন্দগঞ্জ আসনের এমপি আবুল কালাম আজাদ ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল সাঁওতালদের চিনিকলের ইক্ষু খামারের জমিতে বসিয়েছে, আবার তারাই সাঁওতালদের সেখান থেকে উচ্ছেদ করেছে। তারা সাঁওতালদের ওপর হামলা ও হত্যার বিচার, ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ক্ষতিপূরণ, নিরাপত্তা এবং বাপ-দাদার জমি ফেরত দেয়ার দাবি জানান। এ সময় আওয়ামী লীগ নেতারা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে আশ্বাস দেন। মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন সাঁওতাল নেতৃবৃন্দ। এ সময় তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, আদিবাসী (সাঁওতাল) পরিষদের সভাপতি রবীন্দ্র সরেনসহ গোবিন্দগঞ্জের ক্ষতিগ্রস্তরা। আওয়ামী লীগ নেতাদের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সম্পাদকম-লীর সদস্য দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপু উপস্থিত ছিলেন। নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কাল বসবেন ওবায়দুল কাদের ॥ এদিকে ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
×