ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

প্রকাশিত: ০৮:৪০, ১৬ নভেম্বর ২০১৬

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ। রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বৈঠকে নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপির রূপরেখা অনুমোদন করা হবে। যা ১৮ নবেম্বর বিকেল ৪টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করে ঘোষণা করবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। রূপরেখার খসড়া ইতোমধ্যেই দলের সিনিয়র নেতা ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে করা হয়েছে। নির্বাচন কমিশন গঠনে রূপরেখাটি আজ বিএনপির স্থায়ী কমিটির অনুমোদনের পর এ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ বৈঠকে এ ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনাসভা ॥ মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার থেকে দুইদিনের কর্মসূচী পালন করবে বিএনপি। কর্মসূচী অনুসারে আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করবে বিএনপি। আর আগামীকাল ১৭ নবেম্বর টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনাসভা করবে দলটি। শুক্রবার গোবিন্দগঞ্জ যাবে বিএনপির প্রতিনিধি দল ॥ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সাঁওতালদের সঙ্গে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন এবং সাঁওতালদের বর্তমান অবস্থা জানতে বিএনপির নয় সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার সেখানে যাচ্ছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ॥ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাত্রদলের সহ-দফতর সম্পাদক এস মুসাব্বির শাফি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান ১৪ নবেম্বর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়। মঙ্গলবার ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সাখাওয়াত হোসেন সৈকতকে সিনিয়র সহ-সভাপতি, হাবীবুর রহমান সুমনকে যুগ্ম-সম্পাদক, মোঃ নাজিম উদ্দীনকে সহ-সাধারণ সম্পাদক, রাসেল বাবুকে সাংগঠনিক সম্পাদক, মোস্তাফিজ বাবুকে প্রচার সম্পাদক, মোঃ তানভীর আহমেদ খান ইকরামকে দফতর সম্পাদক করে ৬২০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
×