ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রামপুরায় মুখোশ পরে চাঁদাবাজি

প্রকাশিত: ০৮:৩৭, ১৬ নভেম্বর ২০১৬

রামপুরায় মুখোশ পরে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরা এলাকায় মুখোশ পরে একটি চক্র চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজরা টার্গেটকৃতদের তুলে নিয়ে চাঁদা দাবি করছে। পাশাপাশি নতুন বাড়ি তৈরি করতে গেলেও সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রটি মোটা অঙ্কের চাঁদা দাবি করে। মিস্টার ও আলাউদ্দিনের নামে চাঁদা দাবি করা হচ্ছে। চাহিদা মোতাবেক চাঁদা না পেলেই মোবাইল ফোনে হত্যার হুমকি দিচ্ছে চক্রটি। রামপুরার মহানগর এলাকায় বসবাসকারী একজন চাকরিজীবী নাম প্রকাশ না করার শর্তে জনকণ্ঠকে জানান, তিনি প্রতিদিনের মতো অফিসে যাচ্ছিলেন। তখন সকাল প্রায় আটটা। আচমকা ৫/৬ জন মুখোশ পরে এসে তাকে মাইক্রোবাসে তুলে ফেলে। এরপর তার পকেটে একটি হাতে লেখা চিরকুট দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পান। পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, এ ঘটনায় রামপুরা থানায় অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী। পরবর্তীতে র‌্যাব ঘটনার সঙ্গে জড়িত মোজাম্মেল হোসেন ওরফে মিস্টারকে গ্রেফতার করে। মিস্টার এখনও কারাগারে। প্রায় পনেরো দিন আগে মিস্টারের আরেক সহযোগী রাজিব ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল। গত সোমবার জামিনে ছাড়া পেয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেক বাসিন্দার অভিযোগ, মহানগর প্রজেক্টের ১ নম্বর রোড থেকে এক সরকারী চাকরিজীবীর কাছ থেকে একই কায়দায় একলাখ টাকা নিয়েছে মিস্টার ও আলাউদ্দিনের নেতৃত্বে থাকা চাঁদাবাজ চক্রটি। টাকা দিতে দেরি হওয়ায় ওই সরকারী চাকরিজীবীকে শারীরিকভাবে নির্যাতন করে চাঁদাবাজরা। ৩ নম্বর সড়কের একটি বাড়ি থেকে প্রথমে একলাখ টাকা চাঁদা আদায় করে। পরবর্তীতে প্রতিতলা করার পর ২০ হাজার টাকা হারে চাঁদা দাবি করেছে। এ ব্যাপারে রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনকণ্ঠকে বলেন, আমরা অনেক চাঁদাবাজকে গ্রেফতার করেছি। মিস্টারও গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। এ সংক্রান্ত থানায় একটি অভিযোগ রয়েছে। তাছাড়া আর কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে এমন অভিনব চাঁদাবাজির বিষয়টি তার অজানা। এমন চাঁদাবাজির ঘটনা ঘটছে বলে তার জানা নেই। চাঁদাবাজির এমন অভিনব বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
×