ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চারদিনের সফরে ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দল ঢাকায়

প্রকাশিত: ০৮:৩৫, ১৬ নভেম্বর ২০১৬

চারদিনের সফরে ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দল ঢাকায়

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের সাত সদস্যের একটি প্রতিনিধিদল চারদিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন। প্রতিনিধি দলের প্রায় সবাই ইপির আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কমিটির সদস্য। ব্যবসা-বাণিজ্য সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তাদের এবারের সফরের উদ্দেশ্য। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলে রয়েছেন ইপির আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কমিটির চেয়ার বারন্ড লাঙ্গা, সদস্য সাজ্জাদ করিম, আনিএস ইউনগেরিউস, হানু টাকুল্লা, এ্যাডাম সিএন্সফেন্ট, বোলেসøাভ পিয়েচা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কবিষয়ক প্রতিনিধিদের চেয়ার জিন ল্যাম্বার্ট। প্রতিনিধি দলের সদস্যরা পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজেএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সফরের বিস্তারিত তুলে ধরবেন তারা। ১৮ নবেম্বর প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা ছাড়বেন। উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে জিন ল্যাম্বার্টের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দল ঢাকা সফর করেছিলেন। এবার বছরের শেষ দিকে ঢাকা সফরে এসেছে বাণিজ্য প্রতিনিধি দল।
×