ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডে ভূমিকম্প

প্রকাশিত: ০৬:৩৯, ১৬ নভেম্বর ২০১৬

নিউজিল্যান্ডে ভূমিকম্প

প্রথম ভূমিকম্পের পর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েশত পরাঘাত হয়েছে, এতে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রথম ভূমিকম্পের পর প্রায় দুই মিটার উঁচু সুনামির ঢেউ দেশটির পূর্ব উপকূলে আঘাত হানে, তবে এর কিছুক্ষণের মধ্যেই কর্তৃপক্ষ কিছু এলাকা থেকে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়। পূর্ব উপকূলের বাসিন্দাদের উদ্ধার করার পাশপাশি সেখান থেকে তাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। সোমবার স্থানীয় সময় দুপুর ১ টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চের উত্তর পূর্ব ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে পরাঘাতটির উৎপত্তি হয় বলে জানিয়েছে বিবিসি। এর আগে একইদিন মধ্যরাতের পর ওই এলাকায় সাত দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিও ভূপৃষ্ঠের একই গভীরতায় হয়েছিল। ভূমিকম্পের পর সাউথ আইল্যান্ডে সুনামিও আঘাত হানে। সূত্র : ইন্টারনেট
×