ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুক বললেন, তিনি আসলেই অতটা সাহসী নন!

ড্র করেও কোহলির আগ্রাসন

প্রকাশিত: ০৬:২৬, ১৬ নভেম্বর ২০১৬

ড্র করেও কোহলির আগ্রাসন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম টেস্টে ভারত অনেকটা হারতে হারতে বেঁচে গেছে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দ্বৈরথ কোনমতে ড্র করেছে বিরাট কোহলির দল। অথচ ঘরের মাটিতে তারাই নিশ্চিত ফেবারিট। বাংলাদেশে অমন ধাক্কার পর এখানে অনেকে ইংলিশদের করুণ অবস্থা দেখছিলেন। কিন্তু মাঠে পাঁচদিন পর্যন্ত এগিয়ে থেকে রাজকোট টেস্ট অমীমাংসিতভাবে শেষ করল অতিথিরা। তবু স্বাগতিক অধিনায়ক কোহলির মুখে স্বভাবসুলভ আগ্রাসন! বলেছেন, মোটেই খারাপ খেলেনি তার দল। ৩১০ রানের জয়ের লক্ষ্যে ১৭২ রান তুলতেই ৫২ ওভারের মধ্যে ৬ উইকেট হারায় ভারত! ইস, কুক যদি আরেকটু আগে ইনিংস ঘোষণা করতেন, আদিল রশিদ-মঈন আলিরা যদি আর কয়েকটা ওভার বেশি পেতেন- অতিথি ভক্তদের এমন আফসোস স্বাভাবিক। তবে অধিনায়ক কুক বলেছেন, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে তিনি আসলেই অতটা সাহসী নন, তাই নিরাপদ দূরত্বে গিয়ে ইনিংস ঘোষণা করেছেন! সর্বোপরি ড্র করেও মনস্তাত্ত্বিকভাবে ইংল্যান্ডেরই জয় হয়েছে। কোহলি আবার সেটা মানতে রাজি নন, ‘আমরা জানি কিভাবে ম্যাচ জিততে হয়, আবার কোন পরিস্থিতিতে কি করে ড্র করতে হয়। অনেকেই হয়ত ভেবেছিলেন ড্র করতে পারব না। হারতাম বা জিততাম, আমি আমার মতোই। ব্যাটিংয়ে রবিন্দ্র জাদেজাকে বলেছিলাম, তুমি তোমার মতো খেলে যাও। মনে রাখতে হবে টেস্টের মতো অভিজাত ঘারনার ক্রিকেটে এটাও একটা শিক্ষা। যা ভবিষ্যতে কাজে লাগবে।’ মূলত শেষদিনের শেষ মুহূর্তে কোহিল অপরাজিত ৪৯ ও জাদেজা অপরাজিত ৩২ রান করে ভারতকে হার থেকে বাঁচিয়েছেন। তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৩৭ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। এরপর ৩ উইকেটে ২৬০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। অথচ ভারত দলে অশ্বিন-জাদেজার মতো বিশ্বাসেরা স্পিনার। অন্যদিকে প্রথম ইনিংসে ৪৮৮ রানে অলআউট হয় কোহলিরা। অধিনায়কের জবাব, ‘আমি মনে করি না ইংল্যান্ড স্পিনাররা আমাদের হারিয়ে দিতে পেরেছে। ওদের স্পিন যদি আমাদের চেয়ে ভাল হতো তাহলে তো তারা ম্যাচটাই জিততে পারত।’ বরং দ্বিতীয় ইনিংসে কুকের সেঞ্চুরি পাওয়ার জন্য নিজেদের বাজে ফিল্ডিংয়েরই দোষারোপ করেন ভারত অধিনায়ক। সতীর্থ সেঞ্চুরিয়ান মুরলি বিজয়ের মতো কোহলিও স্বীকার করেছেন রাজকোটের পিচে আসলে বোলারদের জন্য তেমন কিছুই ছিল না। অন্যদিকে ২৬০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারতকে ৩১০ রানের লক্ষ্য দেয়ার কাজটা ভেবেচিন্তেই করেছেন বলে জানিয়েছেন অতিথি অধিনায়ক এ্যালিস্টার কুক। তিনি বলেন, ‘ভারতকে সামান্যতম সুযোগও দিতে চাইনি। কারণ এখানেই আমরা বিনা উইকেটে ১৮০ রান তুলে ফেলেছিলাম। কেউ হয়ত ভারতকে ২৪০-২৫০ রানের লক্ষ্য দিয়ে ব্যাট করতে পাঠাত। আমি অতটা সাহসী নই। বিশেষ করে সিরিজের প্রথম টেস্টে। আমি মনে করি, আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল।’ দুই ইনিংস মিলিয়ে চার ইংলিশ ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন। কুক পেয়েছেন ৩০তম সেঞ্চুরি। অতিথি অধিনায়ক বলেন, ‘রাজকোটে আমরা দারুণ পাঁচটা দিন কাটিয়েছি। সর্বোচ্চটা দিয়েও শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারিনি। তবে আমরা দুর্দান্ত খেলেছি।’ দুই শীর্ষ শক্তির মধ্যকার পাঁচ টেস্টের সিরিজ নিয়ে ক্রিকেটবিশ্বের আগ্রহের কমতি নেই। বৃহস্পতিবার বিশাখাপত্তমে শুরু দ্বিতীয় টেস্ট।
×