ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্সেল ফুটবলে পুলিশের দ্বিতীয় জয়

প্রকাশিত: ০৬:২২, ১৬ নভেম্বর ২০১৬

মার্সেল ফুটবলে পুলিশের দ্বিতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’ ফুটবলে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র খেলায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ১-০ গোলে হারিয়েছে অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাবকে। জয়ী দলের আমিরুল ইসলাম জয়সূচক গোলটি করেন খেলার ২৫ মিনিটে। নিজেদের পঞ্চম ম্যাচে এটা পুলিশের দ্বিতীয় জয়। ৮ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এলো। পক্ষান্তরে সমান ম্যাচে এটা অগ্রণীর দ্বিতীয় হার। ৭ পয়েন্ট নিয়ে পুলিশের ঠিক পরেই আছে তারা (আট দলের মধ্যে)। বিএসপিএ ক্রীড়া উৎসব সমাপ্ত স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো ডিবিএল-বিএসপিএ ক্রীড়া উৎসব। দাবা, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, শূটিং ও আরচারি এই ছয় ডিসিপ্লিনে পাঁচদিনব্যাপী ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছিল। যেখানে শতাধিক সদস্য অংশ নেন। সব খেলার সেরাদের মধ্য থেকে রেটিংয়ের ভিত্তিতে স্পোর্টস ম্যান অব বিএসপিএ ২০১৬ হয়েছেন কবিরুল ইসলাম। তার হাতে ট্রফি, ডামি চেক ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। টেবিল টেনিস এককে রুমেল খান চ্যাম্পিয়ন ও মোঃ সালাউদ্দিন রানারআপ, টেবিল টেনিস দ্বৈতে রুমেল খান-মাহমুদুন্নবী চঞ্চল জুটি চ্যাম্পিয়ন ও সুদীপ্ত আহমদ আনন্দ-মোঃ জুবায়ের জুটি রানার্সআপ; দাবায় মোরসালিন আহমেদ চ্যাম্পিয়ন ও আশরাফুর রহমান মুরাদ রানারআপ; ব্যাডমিন্টন এককে জাহিদ মুনীর কল্লোল চ্যাম্পিয়ন। চীন বিশ্বকাপে খেলবে! স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া অঞ্চলের ‘এ’ গ্রুপে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে চীন। জয় নেই একটিতেও। দু’টিতে ড্র, তিনটিতে হার। মাত্র ২ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে সবার নীচে। মঙ্গলবার ঘরের মাঠে কাতারের সঙ্গেও গোলশূন্য ড্র করে চীন। এরপরও দেশটির ইতালিয়ান কোচ মার্সেলো লিপ্পি স্বপ্ন দেখছেন, ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলবে চীন। কিছুদিন আগে চীনের কোচ পদে নিয়োগ পেয়েছেন লিপ্পি। নিজেদের প্রথম ম্যাচেই খেলেন হোঁচট। অথচ স্বপ্ন দেখছেন বিশ্বকাপে খেলার। গতকালের আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে উজবেকস্তানকে হারিয়েছে। এই গ্রুপে শীর্ষে আছে ইরান ও দক্ষিণ কোরিয়া। ছয় দলের গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর তৃতীয় হওয়া দলটিকে খেলতে হবে চতুর্থ রাউন্ড। সেখান থেকে উতরাতে পারলে খেলার সুযোগ হবে প্লেঅফ। অন্যদিকে ‘বি’ গ্রুপে ১০ পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছে সৌদি আরব ও জাপান। গতকাল জাপান ২-১ গোলে সৌদি আরবকে হারায়।
×