ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাম্ভীরকে ছিটকে দিতে ফিরছেন রাহুল

প্রকাশিত: ০৬:২১, ১৬ নভেম্বর ২০১৬

গাম্ভীরকে ছিটকে দিতে ফিরছেন রাহুল

স্পোর্টস রিপোর্টার ॥ সাদা পোশাকে ওপেনিংয়ে মুরালি বিজয়ের যোগ্য পার্টনার হিসেবে নিজেকে ভাল মতোই দাঁড় করাচ্ছিলেন। কিন্তু নিউজিল্যান্ড সিরিজের মাঝ পথে পড়লেন ইনজুরিতে। ইনজুরি থেকে ফিরেছেন লোকেশ রাহুল। বিশাখাপত্তমে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেই তাকে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। যার অর্থ ২ টেস্ট খেলেই আবার বাদ পড়তে পারেন গৌতম গাম্ভীর। ২০১৪ সালের পর টেস্ট দলে ফিরেছিলেন। ব্যাটসম্যানদের দাপটে ড্র হওয়া প্রথম টেস্টে দুই ইনিংসে গাম্ভীরের রান ২৯ ও ০। ২৪ বছরের রাহুলের টেস্ট অভিষেক ২০১৪ সালে। হালে জায়গা পাকা করছিলেন। তখনই ইনজুরি। সুস্থ হয়ে রাজস্থানের বিপক্ষে রবিবার ফার্স্ট ক্লাস ম্যাচে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। আর মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে আরও ঔজ্জ্বল্য ছড়িয়েছেন। ১৩১ বলে ১৩ বাউন্ডারি ও চার ছক্কায় ঝকঝকে ১০৬ রানের ইনিংস উপহার দিয়েছেন। রাহুলকে আবার বিজয়ের সঙ্গে ওপেন করতে নামিয়ে দেয়ার পক্ষের মানুষ বেড়ে গেছে তাতে। ২ টেস্ট খেলেই ছিটকে পড়ার শঙ্কায় গাম্ভীর। অথচ দীর্ঘদিন পর ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ ও ৫০ রানের চমৎকার দুটি ইনিংস খেলেছিলেন এক সময় ভারত দলের অপরিহার্য সদস্য ক্ল্যাসিক্যাল এই ওপেনার।
×