ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কা-উইন্ডিজ ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:২১, ১৬ নভেম্বর ২০১৬

শ্রীলঙ্কা-উইন্ডিজ ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুইয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন লঙ্কান শিবির। নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ ও সহঅধিনায়ক দিনেশ চান্দিমালের ইনজুরির কারণে লঙ্কানদের দায়িত্বে থারাঙ্গা। অন্যদিকে আমিরাতে পাকিস্তানের কাছে ওয়ানডে-টি২০ দুটি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ২-০তে টেস্ট সিরিজ হারলে শেষ টেস্টে জিতে ব্যবধান কমিয়েছিল জেসন হোল্ডারের উইন্ডিজ। যদিও মাঠের বাইরে বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়ানোয় এই সিরিজে নেই ফর্মের তুঙ্গে থাকা ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। তাকে শেষ মুহূর্তে বাদ দেয় ক্যারিবীয় বোর্ড (ডব্লিউআইসিবি)। ‘গত চার বছর ধরেই আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তবু কেন পদত্যাগ করছেন না? বিগ ইডিয়ট!’ টুইটারে বোর্ড প্রাধানকে উদ্দেশ করে এমনটা লেখার পরই বাদ পড়েন ড্যারেন ব্রাভো। তিনি ৯৫ ওয়ানডেতে ২৫৯৫ রান করেছেন। আর অফস্পিনার সুনীল নারাইনের পরিবর্তে দলে আছেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। ব্যক্তিগত কারণে আসন্ন এই সিরিজ থেকে নারাইন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। পরিচিতদের মধ্যে জনজন চার্লস ও ক্রেইগ ব্রেথওয়েটের নাম উল্লেখ্য। সিরিজের ফরমেট অনুযায়ী লীগ পর্বে প্রতিটি দল দু’বার করে মুখোমুখি হবে। পয়েন্টের ভিত্তিতে সেরা দুই দল খেলবে ফাইনালে।
×