ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫০ ফুটবলার নিয়ে বাফুফের ক্যাম্প

প্রকাশিত: ০৬:১৯, ১৬ নভেম্বর ২০১৬

৫০ ফুটবলার নিয়ে বাফুফের ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ শেষে এই দুটি আসরের সেরা ৫০ ফুটবলার নিয়ে ২ মাসের ক্যাম্প করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের সিন্ডিকেট কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। সঙ্গে আগামী তিন বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে ১০ ডিসেম্বরের মধ্যে। দেশের ফুটবলে ঘুরে ফিরেই আসছে ভুটানের বিপক্ষে লজ্জাজনক হার। তাইতো মৃতপ্রায় ফুটবলকে নিয়ে এবার নেয়া হচ্ছে নতুন কর্মপরিকল্পনা। শেরে বাংলা কিংবা সোহরাওয়ার্দী কাপের খবর পুরনো। নতুন খবর হলো- এবার লীগ সেরা ৫০ খেলোয়ারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বাফুফে। দেশের তৃণমূল ফুটবল নিয়ে সবসময়ই অনীহা ফেডারেশনের। তবে এবার টনক নড়েছে তাদের। তাই তো জাতীয় দলের ভিত মজবুতে জেলা পর্যায়ে আয়োজন করা হবে নতুন নতুন টুর্নামেন্টের। এছাড়া পরিবর্তন হবে পেশাদার লীগ কাঠামোর। এবারের চ্যাম্পিয়নশিপ লীগ থেকে দুটি দল উঠবে প্রিমিয়ার লীগে।
×