ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুজ্জ্বল সাকিব, মাশরাফি, ব্যর্থ সৌম্য, ইমরুল

প্রথম পর্ব শেষে ব্যাটেবলে সেরা স্থানীয়রা

প্রকাশিত: ০৬:১৭, ১৬ নভেম্বর ২০১৬

প্রথম পর্ব শেষে ব্যাটেবলে সেরা স্থানীয়রা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর। পূর্ণাঙ্গ এ সিরিজে ৩ ওয়ানডে, ৩ টি২০ আর ২ টেস্ট খেলবে বাংলাদেশ দল। সেই সফরের জন্য বেশ আগেই ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের জন্য নিউজিল্যান্ড সফরের আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) আসরটা বেশ কার্যকর ভূমিকাই পালন করবে। ইতোমধ্যে ঢাকায় প্রথম পর্বের সমাপ্তি হয়েছে। বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশের অনেক তারকাই অংশ নিচ্ছেন এবারের বিপিএলেও। রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস ছাড়া বাকি পাঁচ দলই চারটি করে ম্যাচ খেলেছে। এই ম্যাচগুলো শেষে ব্যাটবলের নৈপুণ্যে এগিয়ে আছে বাংলাদেশের ক্রিকেটাররাই। তবে এর আগে দুই আসরের সেরা ক্রিকেটার হওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান নিষ্প্রভ। তিনি ব্যাট হাতে ৪ ম্যাচে করেছেন ৫৪ রান আর বল হাতে নিতে পেরেছেন ৪ উইকেট। এবার ব্যাটিং নৈপুণ্যে সেরা পাঁচে ঠাঁই হয়নি কোন বিদেশীর। তবে বোলিং নৈপুণ্যে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে দারুণ লড়াই করেছেন বিদেশীরা। বাংলাদেশী পেসার শফিউল ইসলাম ও মোহাম্মদ শহীদ ৮ উইকেট করে নিয়ে শীর্ষে আছেন। এরপর শহীদ আফ্রিদি, মোহাম্মদ নবী ও জুনাইদ খান ৭টি করে উইকেট নিয়ে পরের অবস্থানে। তবে জাতীয় দলের অন্যতম বোলিং স্তম্ভ মাশরাফি বিন মর্তুজা ৪ ম্যাচে মাত্র ৩ উইকেট নিয়েছেন। তিনি এক ম্যাচেই ২৬ রানে ৩ উইকেট পান। আরেক পেসার তাসকিন আহমেদও মাত্র ৩ উইকেট ঝুলিতে পুরতে পেরেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সম্প্রতি বিস্ময় দেখান মেহেদি হাসান মিরাজও আহামরি কিছু করতে পারেননি। ৪ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। স্পিনার তাইজুল ইসলাম ৪ ম্যাচ খেলে মাত্র ২ উইকেট শিকার করতে পেরেছেন। প্রাথমিক দলে থাকা দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শুভাশীষ রায় নিয়মিত একাদশেই জায়গা পাননি, একটি করে উইকেট নিতে পেরেছেন তারা। তবে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বল হাতে দারুণ সফল হয়েছেন। ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন তিনি। বোলিংয়ে জাতীয় দলের ক্রিকেটারদের নৈপুণ্য সাদামাটা হলেও ব্যাটিংয়ে দুর্দান্ত। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম ৪ ম্যাচে ১৭৪ রান করে দুইয়ে। সেরা পাঁচে আছেন তামিম ইকবাল, সাব্বির রহমান। বিস্ময়কর রকমের ধারাবাহিকতা দেখিয়ে নিউজিল্যান্ড সফরের প্রাথমিক দলের স্ট্যান্ডবাই শাহরিয়ার নাফীস ১৮৪ রান করে শীর্ষে। একেবারে ৬ নম্বরে একজন বিদেশী। ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান ৪ ম্যাচে ১৩৩ রান করতে পেরেছেন। তবে জাতীয় দলের অপরিহার্য ওপেনার ইমরুল কায়েস পুরোপুরিই ব্যর্থ। চার ম্যাচে তার রান- ৬, ০, ২১ ও ১৯। ১১.৫০ গড়ে মাত্র ৪৬। আর জাতীয় দলের নির্ভরযোগ্য মিডলঅর্ডার মাহমুদুল্লাহ রিয়াদও ব্যাট হাতে ব্যর্থ। ৪ ম্যাচে ১২.৭৫ গড়ে করতে পেরেছেন মাত্র ৫১ রান। সাকিব আল হাসান ৪ ম্যাচে ৫৪ রান। ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেননি সৌম্য সরকার। ৩ ম্যাচে করেছেন ৩৮। মুমিনুল হক বড় স্কোর না পেলেও রানের মধ্যেই আছেন। তিনি ২৮.৩৩ গড়ে ৪ ম্যাচে করেছেন ৮৫ রান। তবে সেরা ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন টি২০ স্পেশালিস্ট সাব্বির রহমান। বিপিএল ইতিহাসের সেরা ব্যক্তিগত ১২২ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি।
×