ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বাড়ির অন্দরমহল

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ নভেম্বর ২০১৬

ট্রাম্পের বাড়ির অন্দরমহল

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প বা?ড় ও জমির ব্যবসার সূত্রে আমেরিকার শীর্ষ ধনীদের একজন। বিশ্বের বিভিন্ন নামী সংবাদপত্র এখন তার বিলাসবহুল বাড়ির বর্ণনা তুলে ধরতে শুরু করেছে। মঙ্গলবার এবং সোমবার বেশ কয়েকটি ব্রিটিশ দৈনিক ও সংবাদ সংস্থা এসব নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশ করে। টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সিংহাসনের মতো রাজকীয় চেয়ারে ট্রাম্পের বসে থাকার ছবিকে অনেকে রাশিয়ার জার বা সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন। নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার নামে যে বহুতল ভবনে ট্রাম্প থাকেন, তার ভেতরের রাজকীয় সাজসজ্জার ছবি প্রকাশ করেছে বেশ কিছু দৈনিক। ট্রাম্প টাওয়ার ভবনের তিনটি ফ্লোর নিয়ে তার এ্যাপার্টমেন্ট। এর ৬৬, ৬৭, এবং ৬৮ তলা জুড়ে এই ট্রিপলেক্স ফ্ল্যাটে থাকেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া এবং তাদের পুত্র ব্যারন। এই এ্যাপার্টমেন্টটির আনুমানিক মূল্য ১০ কোটি ডলার। ট্রাম্পের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন বারবারা রেস- তাকে উদ্ধৃত করে ব্রিটিশ দৈনিক টাইমস বলছে, রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে জারের উইন্টার প্যালেস দেখে অনুপ্রাণিত হয়ে ট্রাম্প তার নিউইয়র্কের এ্যাপার্টমেন্টটি নতুন করে সাজার কাজে হাত দেন। এই ভবনটি নিউইয়র্কের কেন্দ্রস্থলে সেন্ট্রাল পার্ক নামে যে বিশাল পার্ক আছে তার পাশেই। ট্রাম্পের ফ্ল্যাট থেকে পার্কের সুন্দর দৃশ্য দেখা যায়। নিউইয়র্কের এই ফ্ল্যাট ছাড়াও ডোনাল্ড ট্রাম্পের আরও অনেক বাড়ি আছে বিভিন্ন জায়গায়। -বিবিসি
×