ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছায়েদুল হকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ নভেম্বর ২০১৬

ছায়েদুল হকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ছায়েদুল হকের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জেলার নাসিরনগরে। মঙ্গলবার দুপুরে সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহামেদ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, সাবেক চেয়ারম্যান লে. (অব) গোলাম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সদর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, বলাকুট ইউপি চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল, গোকর্ণ ইউপি চেয়ারম্যান হাসান খান, চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, ধরম-ল ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন বাহার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্ত প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক লোক মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, ঢাকার একটি কুচক্রি মহল মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটিয়ে তার ভাবমূর্তি ক্ষুণœ করছে। তারা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় হামলা -রব ॥ বিশেষ একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যই নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি সাবেক মন্ত্রী আ.স.ম আব্দুর রব। মঙ্গলবার দুপুরে সেখানকার তা-বের ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় গৌর মন্দিরে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ভাগবাটোয়ার জন্যই বিশেষ ওই গোষ্ঠীটি এমন ঘটনা ঘটিয়েছে। এ সময় আ.স.ম আব্দুর রব বলেন, আগামী ৭ দিনের মধ্যে এ ঘটনার নেপথ্যের নায়কদের গ্রেফতার না করা হলে আমরা তাদের বাংলার মাটিতে ঘেরাও করে গণআদালতে তাদের বিচার করা হবে। সত্যিকার আসামিদের গ্রেফতার করা হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, যদি সত্যিকারে আসামিদের গ্রেফতার করা না হয়, পরবর্তী সময়ে কোন ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকেই নিতে হবে। এ ঘটনার বিচার না হলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এর আগে তার নেতত্বে জেএসডির ৪০ সদস্যের প্রতিনিধি দল ওই এলাকার ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্দির ও বাড়িঘর পরিদর্শন করেন। এ সময় জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সহসভাপতি তানিয়া ফেরদৌসি, অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নেতা মিন্টু ভৌমিক, তৈয়মুর রেজা সাগর, আব্দুর রাজ্জাক, গোলাম রব্বানি, সাহিদ সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
×