ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

মুনীর চৌধুরী নাটকের উদ্বোধনী মঞ্চায়ন শুক্রবার

প্রকাশিত: ০৫:৫৬, ১৬ নভেম্বর ২০১৬

মুনীর চৌধুরী নাটকের উদ্বোধনী মঞ্চায়ন শুক্রবার

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নাটকের পথিকৃৎ শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে নির্মিত হয়েছে নাটক। মুনীর চৌধুরী শিরোনামের প্রযোজনাটি এনেছে নাট্যদল থিয়েটার অঙ্গন। দলের দশম প্রযোজনাটির রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামী শুক্রবার। ঐদিন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে একইসঙ্গে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠার যুগপূর্তি উৎসবের সমাপনী দিনের আয়োজন থাকবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গীতাঞ্জলি ও থিয়েটার অঙ্গনের উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, নাট্যজন রামেন্দু মজুমদার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর তন্ময়। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, গীতাঞ্জলির পরিচালক ও থিয়েটার অঙ্গন সভাপতি মাহবুব আমিন মিঠু, থিয়েটর অঙ্গনের সহ-সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ এবং ‘মুনীর চৌধুরী’ নাটকের নাট্যকার ও নির্দেশক প্রবীর দত্ত। ড. রফিকুল ইসলাম বলেন, মুনীর চৌধুরীর জীবনটাই নাটকীয়। নাট্যকার ও শিক্ষক- দুই পরিচয়েই তার রয়েছে বর্ণাঢ্য জীবন। যা মঞ্চে তুলে আনা দুরূহ কাজ। মুনীর চৌধুরীর জীবন, কর্ম ও দর্শনকে মঞ্চে নিয়ে আসার যে দুঃসাহস দেখিয়েছেন নির্দেশক ও কলাকুশলীরা, তা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি এ নাটকের উপদেষ্টা হওয়া সত্ত্বেও রিহার্সেল দেখতে যায়নি। কারণ একেবারে মঞ্চে গিয়ে দুঃসাহসের বিচার করতে চাই। পথনাটক পরিষদের রজতজয়ন্তী উৎসব শুরু আজ ॥ হেমন্তের বাতাসে এখন শীতের আমেজ। গত আড়াই দশক ধরে শীতের এ আগমনী বার্তা এলেই দেশের সংস্কৃতি অঙ্গন জেগে উঠে পথনাটকের সেøাগানে। বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে নিয়মিত পথনাটক অভিনয়ের বার্ষিক কর্মসূচীর এবারও পঁচিশ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে এবার পথনাটককে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় হবে পথনাটক প্রদর্শনী। আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়মিত পথনাটক অভিনয় মৌসুম ও রজতজয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন রুখবে এবার জনগণ’। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে মান্নান হীরা রচিত ও নাসিরউদ্দীন ইউসুফ নির্দেশিত এবং বাংলাদেশ পথনাটক প্রযোজিত হত্যা-ধর্ষণবিরোধী পথনাটক ‘শিকারী’। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে প্রাচ্যনাট। পথনাটক পরিষদের গণযোগাযোগ ও প্রচার সম্পাদক আজিজুল পারভেজ জানান, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পরপর আত্মপ্রকাশ করে বাংলাদেশ পথনাটক পরিষদ। এ সংগঠনের উদ্যোগে ১৯৯১ সালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতি শুক্রবার পথনাটক প্রদর্শনী শুরু হয়। নবেম্বর মাসে শুরু হয়ে এই প্রদর্শনী চলে ১ মে পর্যন্ত। মৌসুম উদ্বোধনের পর প্রতি শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে পথনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জাতীয় নৃত্যনাট্য উৎসবের দ্বিতীয় দিন ॥ নৃত্যপ্রেমীদের জন্য চমৎকার আয়োজন। প্রতিদিন সন্ধ্যায় রয়েছে একটি করে নৃত্যনাট্যের প্রদর্শনী। সন্ধ্যা নামতেই নূপুরের নিক্কনধ্বনিতে মুখরিত হয়ে উঠছে শিল্পকলার একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন। এখানে চলছে নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত আট দিনের দ্বিতীয় জাতীয় নৃত্যনাট্য উৎসব। মঙ্গলবার ছিল উৎসবের দ্বিতীয় দিন। এদিন বগুড়ার আমরা ক’জন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘বারামখানা’। নৃত্যনাট্যটির নির্দেশনা দিয়েছেন আবদুস সামাদ পলাশ। ঢাকার নৃত্যালোক পরিবেশিত ‘শ্যামা’ নৃত্যনাট্যটির নির্দেশনা দিয়েছেন কবিরুল ইসলাম রতন। আজ বুধবার উৎসবের তৃতীয় দিনে রাজশাহীর নৃত্যদল ধ্রুপদালোক ল্যাডলী মোহন মৈত্রের নির্দেশনায় ‘কাল মৃগয়া’ এবং ঢাকার দিব্য সাংস্কৃতিক সংগঠন দীপা খন্দকারের পরিচালনায় ‘কবর’ নৃত্যনাট্য মঞ্চস্থ করবে।
×