ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলশান ও বনানীর তিন প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৫:১৯, ১৬ নভেম্বর ২০১৬

গুলশান ও বনানীর তিন প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, খাবার হিমায়িত করে ফ্রিজারে রাখা, মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার রাখাসহ লেবেলে উল্লিখিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে রাজধানীর গুলশান ও বনানীর তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার গুলশান-২ এ অবস্থিত ক্যাসল সালাম, বনানীতে অবস্থিত লেক ভিউ এবং স্টার রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দ- প্রদান করে। আদালত একইসঙ্গে এদের বিরুদ্ধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর অধীনে ৩টি মামলা দায়ের করে। এছাড়া বনানীর লেক ভিউ রেস্টুরেন্টকে পার্কিং থেকে রান্না ঘর সরানোর জন্য ৭ দিনের নোটিস প্রদান করা হয়। জীবন বাঁচাতে আইএস জঙ্গীদের বিরুদ্ধে অভিযানের সময় ইরাকী বাহিনী নিয়ন্ত্রিত মসুল নগরীর সামাহ এলাকা থেকে মঙ্গলবার জীবন বাঁচাতে পালাচ্ছে সেখানকার সাধারণ লোকজন। এ সময় এক বাসিন্দা তার ফুটফুটে মেয়েকে অভিনব কায়দায় পিঠে বহন করে নিয়ে যাচ্ছে।-এএফপি আটলান্টিক পার হতে সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তা বেন হুপার। তিনি সেনেগাল থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছতে চান ব্রাজিলে। খুবই কঠিন কাজ। কারণ প্রতিটি মাইল তিনি পার হবেন সাঁতার কেটে। সে লক্ষ্যে রবিবার যাত্রা শুরু করেছেন। তাকে অনুসরণ করছে দুটি নৌকা ও কয়েকজন নাবিক। -ডেইলি মেইল
×