ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৫:১৭, ১৬ নভেম্বর ২০১৬

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত ১৩ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক থেকে এসএমএস পাঠিয়েও ফল জানিয়ে দেয়া হচ্ছে। এ পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে এক লাখ ২৭ হাজার ৬৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৪৬১, স্কুল পর্যায়ে ১৩ হাজার ৮৬৮ এবং কলেজ পর্যায়ে চার হাজার ৬৪৪ সহ মোট ১৮ হাজার ৯৭৩ জন উত্তীর্ণ হয়েছেন। উল্লেখ্য, ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ২৩টি, স্কুল পর্যায়-২ এ ১৯টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ মোট ৭৭টি বিষয়ে লিখিত পরীক্ষা নেয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ফি আদায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হুঁশিয়ারি ॥ অতিরিক্ত ফি আদায় বন্ধে সতর্কীকরণ নোটিস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ২০১৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছেন, যা সরকারী বিধিবিধানের পরিপন্থী। অতিরিক্ত আদায়কৃত অর্থ অবিলম্বে শিক্ষার্থীদের ফেরত দিতে হবে। মানিকগঞ্জের বিল্লাল হত্যার প্রধান আসামি সুমন গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ মেয়েকে বিয়ে না দেয়ায় তার পিতাকে হত্যার দায়ে পারভেজ হোসেন সুমন নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সুমন মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন (৪২) হত্যার প্রধান আসামি। সোমবার রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে মঙ্গলবার দক্ষিণ পাইকপাড়ায় র‌্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লুৎফুল কবীর জানান, মানিকগঞ্জের শিবালয় থানার কাক্কোল এলাকার আফরোজা বেগম ও নিহত বিল্লাল হোসেনের মেয়ে শাবনুরকে পছন্দ করত বখাটে সুমন।
×